মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি ||“খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপির জন্মদিন উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শুক্রবার বিকেলে সংসদ সদস্যের নিজ বাড়ি সংলগ্ন উপজেলার আগড়ঘাটা বাজার চত্বরে তার জম্মদিনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে যুবলীগ নেতা আলহাজ্ব অহিদুজ্জামান মোড়লের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি।
কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আ’লীগ নেতা মোঃ খায়রুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কয়রা দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী, পৌর কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রভাষক বাবলু, নজরুল ইসলাম, অধ্যক্ষ শিমুল বিল্লা বাপ্পি, মৃনাল কান্তি বাছাড়, মেহেদী হাসান, মাষ্টার আব্দুল আজিজ নায়েব, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী, বিভুতি ভুষণ সানা, আবি আক্তার আকাশ, রাকিব হোসেন।
শ্রমিকলীগের সদস্যসচীব মোঃ ছিদ্দিকুর রহমানের পরিচালনায়
এ সময় আরোও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাকির হোসেন,কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজী, আঃ সামাদ মোড়ল,শ্রমিক নেতা শেখ মিথুন মধু,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম ঘোষ, সংসদ সদস্যের ভাইপো মেহেদী আল মাসুদ সবুজ, আইনজীবী সহকারী সহিদুল ইসলাম সরদার,বাজার কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক রিপনুজ্জান রিপন,যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আমান উল্লাহ আমান,রেজাউল করিম, মোকলেছুর রহমান বাবলু, জামাল মোড়ল,মনিরুজ্জামান মনি, আল আমিন বিশ্বাস,ইকলাছুর রহমান বাবু,শেখ নিজামউদ্দিন,জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম,ইজাজুল ইসলাম, বাবু মোড়ল,জসিম মোড়ল, রবিউল ইসলাম, আওয়াল সরদারসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।