পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই বীজ এবং সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিমা সাদেক চম্পাসহ নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। কৃষকরা এই বীজ ও সার পেয়ে দারুন খুশি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।