তেরখাদা প্রতিনিধি || খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন,শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই বাংলার মানুষ বাংলা নববর্ষ আনন্দ উৎসব ও শান্তির সাথে উদযাপন করে।
তিনি বলেন,গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সাংস্কৃতিক যোগাযোগ অত্যন্ত নিবিড়।গ্রামীণ জীবনে সকলের মধ্যে ফিরে আসে প্রাণচঞ্চল্য,নির্মল,নিঃস্বার্থপর আনন্দ।
তিনি আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছে।বাংলা নববর্ষ উদযাপন সেই চেতনা ও ঐতিহ্যের অন্যতম প্রধান ধারক বাহক।
সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ১৭ই এপ্রিল বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসনে আয়োজিত বাংলা নববর্ষ বরণ ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,জেলা আওযামীলীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে আলমগীর হোসেন,উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আবুল হাসান মুসাল্লী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন,উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর ফকির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মোহসীন, মোঃ বুলবুল আহমেদ,জেলা আওয়ামী লীগ সদস্য শিউলী সরোয়ার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা ও একাডেমিক সুপারভাইজার শাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়াঙ্কর কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার প্রিয়ান্কর কুন্ডু,উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান উপজেলা প্রকৈশলী (অবঃ) শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন করেন এবং পরে দুটি ওয়াশ ব্লকের চাবি উপজেলা পরিষদের সদস্যদের মাঝে হস্তান্তর করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।