1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ মোংলায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু খানজাহানআলী থানার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত সালাহউদ্দীন ঢাকার আকাশে প্রশান্তির বৃষ্টি জনমনে স্বস্তি পাইকগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে তরমুজ চাষী  দিঘলিয়ার সেনহাটী ৯ নং ওয়ার্ডের প্রায়ত মুরব্বিদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কেশবপুরে খেলাঘর আসরের আয়োজনে পিপাসিত মানুষের মাঝে সুপেয় ঠান্ডা পানি বিতরণ  খুলনায় স্বর্ণের বারসহ আটক এক লোহাগড়ায় বিএনপির উদ্যোগে মাদ্রাসার এতিমদের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  ঝিকরগাছায় গরীব রোগীকে চিকিৎসা দেওয়াকে পুঁজি করে সালেহা ক্লিনিক থেকে নবজাতক বিক্রি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর ইন্তেকাল দেশ জুড়ে চলছে খরা তবুও থেমে নেই ট্রাফিক বিভাগ নড়াইলে মাশরাফির দুরন্তপনা, তীব্র তাপদাহে মধুমতীতে ডুবসাঁতার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ বেনাপোলে বাসের চাকায় পৃষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত অপর জন আহত লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ শরবত বিতরণ করতে গিয়ে শার্শায় জামায়াত নেতা আটক মোংলায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু রামপালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাজিবের উপর হামলা

দিঘলিয়ায় আনসার ভিডিপির বাৎসরিক খরচ ৯৬ হাজার টাকা, ব্যায় নেই ১ টাকাও

  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৫৫ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || খুলনার দিঘলিয়ায় আনসার ভিডিপির বাৎসরিক ৯৬ হাজার টাকা চলে যায় ভূতের বাড়ি। জন নিরাপত্তা বিভাগ ১২২ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিকট প্রতি বছর কম্পিউটার সামগ্রী বাবদ ৮,৫০০/- বৈদ্যুতিক বাবদ ৭,০০০/-অন্যান্য খরচ বাবদ ৬৬,০০০/- হাজার টাকা জন নিরাপত্তা বিভাগ প্রদান করে থাকে সব মিলিয়ে প্রায় ৯৬,০০০/-।কিন্তু কোন বছরেই এই টাকার অংশ থেকে ১ টাকা ও ব্যায় হয়না।সব চলে যায় ভূতের বাড়ি এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

এমনকি একটি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা পর্যায়ে অফিসে বছরে বিশেষ ১-২ দিন ছাড়া কখনো জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।ঈদুল ফিতর উপলক্ষে কোম্পানি কমান্ডার,আনসার কমান্ডার, ইউনিয়ন কমান্ডার, ভিডিপি দলনেতা ঈদের অনারিয়াম ও পায়নি।

সুত্রে জানা যায় যে ঈদুল ফিতরের ঐ টাকা পেতে হলে দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন্নাহার খানম ৭.৫% ভ্যাট কাটবে যা কোন দিন নিয়ম এর মধ্যে ছিল না । শুধু এখানেই শেষ নয় প্রতিবছরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় বিভিন্ন সরঞ্জাম বাবদ বিভিন্ন রকম বিভিন্ন অংকের টাকা আসে যা কখনোই উল্লেখিত কোন খাতে ব্যয় করা হয়নি।প্রতিবছরে ঈদ হোক বা পূজা বা নির্বাচনী ডিউটি ঘুষ-বানিজ্য চলছেই এমন অনেক বিষয় নিয়ে কথা হয় কোম্পানি কমান্ডার,আনসার কমান্ডার, ও ইউনিয়ন কমান্ডার ভিডিপি এর দলনেতার সাথে।কিন্তু কোন বিষয় তারা মুখ খুলতে রাজি নয়।

তবে এরা অনেকেই বলেন এসব বিষয় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন্নাহার খানম নিজেই দেখভাল করেন। গত ২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার সদস্য নিয়োগে দল নেতাদের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও অগ্রীম ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের আগে আনসার সদস্যদের নিয়োগে দলনেতাদের মাধ্যমে ৮০০ টাকা থেকে ১ হাজার টাকা ঘুষ বাণিজ্য করা হয়েছে। পাশাপাশি ভোটারদের আনা নেওয়ার জন্য কেন্দ্র প্রতি ভ্যান ভাড়ার ১ হাজার টাকা বরাদ্দ থাকলেও ভ্যান ভাড়া করা হয়নি।

বরাদ্ধের ব্যাপারটা দলনেতাদের জানানো হয়নি বলে জানা গেছে। উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের কন্টিজেন্সীর বরাদ্দ থাকলেও সে টাকা খরচ করা হয় না। সদস্যদের নিকট থেকে টাকা তুলে সব কাগজপত্র কেনাকাটা করা হয় বলে জানা যায়।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৪৯ টি ভোট কেন্দ্রে ৩৯২ জন পুরুষ ও ১৯৬ জন মহিলা সদস্য নিয়োগ দেওয়া হয়। প্রতি কেন্দ্রে ৮ জন পুরুষ ও ৪ জন নারী সদস্য নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে ২৩ জন ভাতাভোগী সদস্যও ছিলেন। এ সকল আনসার সদস্যদের ৩ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী ৬ দিন দায়িত্ব পালন করার কথা থাকলেও তাদের শুধু নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে হয়। ৬ দিনের খাবার যাতায়াত ভাতাসহ দল নেতাদের জন্য ৭ হাজার টাকা ও সদস্যদের জন্য ৬ হাজার টাকা বরাদ্দ ছিল।

সূত্র থেকে জানা গেছে, প্রতিটা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত আনসার সদস্যদের তালিকা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার ইউনিয়ন দল নেতাদের মাধ্যমে তালিকা তৈরির নিয়ম থাকলেও তিনি তা করেননা বা করেননি। তিনি তার আস্থাভাজন সদস্য বা দল নেতাদের মাধ্যমে ৮০০ থেকে ১ হাজার টাকা অগ্রীম অর্থ বাণিজ্যের মাধমে তালিকা প্রস্তুত করেছেন। যে সকল দল নেতা বা যে সকল সদস্যরা অগ্রীম টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের নির্বাচন ডিউটি থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানা গেছে। দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী আনসার সদস্যদের খাবার ভাতা ৭০০ টাকা দেওয়ার কথা থাকলেও তারা পেয়েছে ৪৩৭ টাকা। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কেন্দ্র প্রতি বকশীশ দিলেও কোনো আনসার সদস্যদের তা দেওয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে কথা হয় আনসার ও ভিডিপি এর খুলনা জেলা কমান্ডেন্ট মোঃ সাইফুদ্দিন এর সাথে। তিনি বলেন, আনসার সদস্যদের নির্বাচন ডিউটিতে নিয়োগে এভাবে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ এরূপ করে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু দীর্ঘ কয়েক মাস পার হয়ে গেল আদ এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা কোন তদন্ত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।