আল-হুদা মালী,শ্যামনগর || পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কুমিরের আক্রমনে মোঃ কুদ্দুস গাজী (৫৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সুন্দরবনের কলাগাছিয়া নদীতে ঘটনাটি ঘটে। সহযোগীদের সহায়তায় সোমবার সন্ধ্যায় এলাকায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়। আহত কুদ্দুস গাজী উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। মধু সংগ্রহের জন্য বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ(অনুমতিপত্র) নিয়ে গত ২ মে তাদের ছয় সদস্যের দলটি সুন্দরবনে যায়। আহত কুদ্দুস গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার শিকার কুদ্দুস গাজী জানান রবিবার দুপুরে মধু সংগ্রহের পর তারা ছয়জন সুন্দরবনের মধ্যে কলাগাছিয়া নদীতে গোসল করছিলেন। একপর্যায়ে পানির মধ্য দিয়ে আসা একটি কুমির তার হাত কামড়ে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় নিজে শরীরে শক্তি না পেলেও তার পাশে থাকা সহযোগীরা দুই পা ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে অন্যরা পানির মধ্যে কয়েক মিনিট টানা হেঁচড়ার পর কুমির তাকে ছেড়ে দিয়ে চলে যায়।
ছয় সদস্যের মৌয়াল দলের নেতা বক্স গাজী বলেন, তারা দ্বিতীয় দফায় মধু কাটতে গত ২ মে বৃহস্পতিবার সুন্দরবনে যায়। রবিবার দুপুরে সহযোগী মৌয়াল কুদ্দুস গাজীকে কুমির আক্রমন করায় তাড়াহুড়া করে তারা লোকালয়ে ফিরে এসেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত ডাঃ শাকির হোসেন জানান ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। কুমিরটি বাম হাত কামড়ে ধরায় একাধিক স্থানে ক্ষত তৈরী হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান সোমবার রাতে পাশ (অনুমতি)স্যারেন্ডার করতে আসা কুদ্দুস গাজী কুমিরের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পুনরায় বনবিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।