পরেশ দেবনাথ,কেশবপুর || কেশবপুরের সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের সুশান্ত সেন ও রেজাউল ইসলামের দু’টি পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় দুই কৃষকের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষকেরা দাবী করেছেন। শনিবার (৭ জুন-২৪) রাতে ওই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ত্রণে নিয়ে আসেন। এছাড়াও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে পানের বরজে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পান চাষি সুশান্ত সেন বলেন,আমি ৫০ শতক জমিতে পান চাষ করেছি। শনিবার রাতে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে বরজে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কে বা কারা পরিকল্পিতভাবে আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। বরজটি পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
আরেক পান বরজের মালিক রেজাউল ইসলাম জানান,আমি ৪২ শতক জমিতে পান চাষ করেছি। শত্রুতার জের ধরে পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে আনার বরজের সব পান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমন ঘটনায় দোষীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে কেশবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের লিডার মুজিবর রহমান বলেন, ঘণ্টাখানেকের চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা সঠিক জানা যায়নি। তবে,পানের বরজের উপর দিয়ে বৈদ্যুতিক সেচ মোটরের সংযোগ থাকায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন,আলতাপোল গ্রামে পানের বরজে আগুন লাগার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।