1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা খুলনা বিভাগীয় সমাবেশ নিয়ে যশোর বিএনপির প্রস্ততি আলোচনা সভা ঠিকাদার পলাতক ,ভোগান্তিতে এলাকাবাসি কয়রা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ, যে কোন মুহূর্তে ধ্বসে যাওয়ার আশঙ্কা। বাঁশ দিয়ে গাইড ওয়াল ও নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবদল কর্মী সালমান হত্যা! ২০ জনের নামে মামলা, ১ জন গ্রেফতার বেনাপোলে ধানবোঝাই ট্রাকটরের ধাক্কায় মটর শ্রমিকের মৃত্যু শার্শায় জমে উঠেছে আমের বাজার, ব‍্যস্ত আম চাষী ও ব‍্যবসায়ীরা সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার প্রথম শ্রেণির ক্রিকেটার সালমান হোসেনের সাহায্যের আবেদন: মাঠে ফেরার লড়াইয়ে ইনজুরি তার বড় বাধা ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন যশোর-বেনাপোল রেলপথে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ২ নিজস্ব প্রতিবেদক, যশোর খুলনায় বিএনপির মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী দিঘলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত কেশবপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে পুশইন: গুজরাট থেকে আসা ৭৮ জন মুসলিমকে মোংলায় আনা হচ্ছে কোস্টগার্ডের জাহাজে খুলনায় বিএনপি’র সদস্য কে ছুরিকাঘাত

খুলনার বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪১ লাখ টাকা হজম করে নিরুদ্দেশ হিসাব রক্ষক সাঈদ

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১২ বার শেয়ার হয়েছে

মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪১ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা একাউন্ট কাম হিসাব রক্ষক সাইদুজ্জামান। বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে অর্থ বাণিজ্য করে আসছিল। অনিয়মের পাল্লা ভারী হয়ে উঠলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে এক পর্যায়ে মুচলেকা দিয়ে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে কাজে যোগদান করেন। তারপরও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ফাইলে স্বাক্ষর ও বিল ভাউচার করে একের পর এক অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে চলছিল।

গত ২৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন। পরের দিন তাকে কর্মস্থল থেকে ছাড়পত্র দেওয়া হয়। একই দিনে অফিস সহকারী কাম হিসেবে মাহমুদকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ২১ দিন অতিবাহিত হলেও তিনি তার পূর্ব কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর না করে স্বাস্থ্য কমপ্লেক্সে তার ব্যবহৃত কক্ষে তালা মেরে অর্থ নিয়ে লাপাত্তা হয়।এমনকি বর্তমান কর্মস্থল ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদেননি।বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় মালামাল ক্রয়ের জন্য ৩৯ লাখ টাকার একটি চেক তার নিকট থাকায় স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া জানুয়ারি ও জুন মাসের স্বাস্থ্য কমপ্লেক্সে সকল আয়ের ২ লাখ ২৫ হাজার টাকার সরকারি কোষাগারে জমা না দেওয়ায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।

দপ্তরের যাবতীয় কাগজপত্র তার কক্ষেবন্দী রয়েছে। ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জেসমিন আরা বলেন দীর্ঘ ২২ দিনেও সাইদুজ্জামান ফুলতলায় যোগদান করেননি।এমনকি কোন কথাও বলেননি।আমি বিষয়টি খুলনা সিভিল সার্জনকে জানিয়েছি।

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন,বিভাগীয়-পরিচালক স্বাস্থ্য গত ২৯ শে জুলাই সাইদুজ্জামানকে বদলি করেন। তিনি এখনো কোন দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এপর্যন্ত তাকে বিভিন্ন বিষয়ে কারন দর্শানোর চিঠি দিলেও কোন চিঠি রিসিভ করেননি। তার নিকট বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের ২৯ লাখ টাকার
একটি চেক তার নিকট রয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন খাত থেকে আয়ের ২ লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেননি সেটাও তার হেফাজতে আছে।

প্রধান সহকারি সাইদুজ্জামান এর নিকট জানার জন্য একাধিকবার তার ব্যবহৃত ০১৬৭১১৫১৯৭৬ নাম্বারে ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি। পরে ফোনটি বন্ধ করে দেন। খুলনা জেলা সিভিল সার্জন (সিএস) ডাক্তার শফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি বিভাগীয় পরিচালককে জানানো হয়েছে।খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মঞ্জুরুল মুর্শিদ বলেন,অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান যোগদানের পরে ওই হিসাব রক্ষক সাইদুজ্জামান বিভিন্ন রকম ষড়যন্ত্র এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নতুন যোগদান, ছুটি,বদলী, আউটসোর্সিং কর্মচারী,এমনকি অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের ফাইল আটকিয়ে অর্থ আদায় করার অসংখ্য অভিযোগ রয়েছে ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।