1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
ঢাকায় জরুরি অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী তরুণ প্রজন্মের ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে’ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং জলমা ইউনিয়নের অন্তর্গত ৩ ও ৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত “লাযীয ডাইন “এর স্বত্বাধিকারী জাহিদের স্ত্রীর (সোহেলী) ইন্তেকাল যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান আটক শার্শায় বিদ্যুৎ  স্পৃষ্টে  এক নৈশ প্রহরীর মৃত্যু  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসী কে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা খুলনায় হোটেল রয়্যাল এর মালিকের মৃত্যুতে খুলনার খবর পরিবারের শোক । ১৮ কোটি মেধাকে কাজে লাগালে উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই স্বতন্ত্র প্রার্থী খুলনার মুশফিক হতে চান! খুলনার মেয়র  অনৈতিক কাজ করলে বিএনপি থেকে বহিষ্কার: আজিজুল বারী হেলাল তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা তেরখাদায় মানব পাচার প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা কেশবপুরে যশোর জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে দলিতের আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত ১৭ তারিখের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে কৈয়া বাজারে লিফলেট বিতরণ ১ নং ওয়ার্ড রাজ বাঁধে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল ঘট স্থাপন ও পূজার উদযাপন অনুষ্ঠিত দিঘলিয়ার যোগীপোল আশীর্বাদ এজি স্কুল শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ ২০২৫ বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় ৮১৯ জন নিহত- এইচআরএসএস

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার শেয়ার হয়েছে

রায়হান শরীফ সাব্বির, ঢাকা || মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ২৪ এর গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় তারা।

এইচআরএসএস জানায়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় কমপক্ষে ৮১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯ জনের নাম জানতে পারেনি তারা। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবক। তাদের সংখ্যা ২৪০ জন। আর শিশু নিহত হয়েছে ৮৩টি। যার মধ্যে ৩০ বছরের কম বয়সী রয়েছেন ৬৯ শতাংশ। এ ছাড়া সারাদেশে আহত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। সংস্থাটির মানবাধিকার পর্যবেক্ষণবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যম, হাসপাতাল, প্রত্যক্ষ্যদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে তারা প্রতিবেদনটি তৈরি করেছে।

গত জুলাইয়ের শুরুতে শুধু ঢাকায় কোটা সংস্কার আন্দোলন হলেও ১৬ তারিখ থেকে তা ছড়িয়ে পড়ে সারাদেশে। ওই দিন সহিংসতায় নিহত হন ৬ জন। দিন যত বাড়তে থাকে, তত বাড়তে থাকে সহিংসতা, বাড়তে থাকে নিহতের সংখ্যা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায়, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সরকার পতনের দিন। ওই দিন নিহত হয়েছেন ২০৫ জন।

এমনকি এই হত্যাকাণ্ডে নিহতদের প্রায় ৭০ শতাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। এ সময় স্বাধীন তদন্ত কমিশন গঠনসহ বিচার প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায় এইচআরএসএস।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গবেষণা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি জাতিসংঘের সাথে সমন্বয় করে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার করতে হবে।’

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, ‘সরাসরি হত্যার সঙ্গে জড়িত ও নির্দেশদাতাদের পাশাপাশি রাজনৈতিকভাবে যারা কোটা সংস্কার আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডকে সমর্থন করেছেন, তাদেরও বিচারের আওতায় আনা উচিত।’

এ ছাড়া সহিংসতায় যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে, তা কোথা থেকে দেশে এসেছে, সেটিও খুঁজে বের করার তাগিদ দিয়েছেন মানবাধিকারকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উপদেষ্টা ও আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন, সংগঠনটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামসহ আরও অনেকে

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।