দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি || দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোলা মফিজুল ইসলাম ঠান্ডুকে আসামি করে মামলা হয়েছে। ভিকটিম বখতিয়ার শিকদার বাদী হয়ে দিঘলিয়া থানায় ঠান্ডুসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। পুলিশ পার্শ্ববর্তী কালিয়া উপজেলার হামিদপুর ইউপি সদস্যকে আটক করেছে।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর উপজেলার ডোমরা হাটের ইজারাদার আলমগীর আত্মগোপনে চলে যান। এরপর থেকে পার্শ্ববর্তী কালিয়া উপজেলার জাহাঙ্গীর মোল্লা হাটের দখল নিয়ে ইজারার টাকা উত্তোলন ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল স্থানীয় প্রভাবশালীদের সহায়তায়। তার এহেন কর্মকান্ডে বাধা দিলে নির্যাতন, হামলা ও মামলাসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। গত ৩০ আগস্ট ডোমরা হাটে পান বিক্রি করে বাড়ি ফেরার সময় জুংগশিয়া মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় প্রভাবশালী ঠান্ডু মোল্লা ও হামিম মোল্লার নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালি কয়েকজনের নিকট থাকা পান বিক্রির ৬৫ হাজার ৮শ’ টাকা ও একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং খুলনা-হ-১১-২৭৪৯) ছিনিয়ে নিয়ে যায়। হামলায় মহিষদিয়া গ্রামের মহাসিন শিকদার, লিটন শিকদার, টুটুল শিকদার ও নাসির শিকদার রক্তাক্ত জখম হয়। তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে পিস্তল বের করে ফাঁকা ফায়ার করতে করতে আসামিরা পালিয়ে যায়।
আহতদের মধ্যে মহাসিন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে রেফার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।