আমজাদ হোসেন,নওগাঁ || নওগাঁর মান্দা বিষ্ণুপুর ইউপি জোকা হাট বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন উনিশ-কুড়ি’র উদ্যোগে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষ থেকে শুরু করে রাস্তাঘাট বৃক্ষ রোপনসহ নানামুখী উন্নয়নের কাজের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন।আমাদের এই সংগঠন একটা স্বেচ্ছাসেবী,উন্নয়ন মূলক সংগঠন।এই সংগঠনের মূল লক্ষ্যই মানুষের সেবা করা ও পাশে থাকা।আমরা মানুষের,আমরা যেকোনো সময় যেকোনো জনদুর্ভোগসহ এলাকার উন্নয়ন্মুখী যত কাজ আছে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে করার চেষ্টা করব।এই মুহূর্তে আমরা যে সকল সেবা প্রদান করে যাচ্ছি।এলাকায় যে কোনো দুর্যোগ বন্যা,মহামারী,রাস্তা সংস্কারসহ খারাপ সময়ে সকল মানুষের পাশে থাকা এবং সহযোগীতা করা।
প্রত্যেকে আমরা আমাদের সকল প্রতিবেশী সহ সকল লোকজনের বিপদ আপদে পাশে থেকে তাদের সহযোগিতা করে তাদেরকে বিপদ থেকে উদ্ধার হতে সহযোগিতা করা
মেয়েদের সহযোগিতা এবং নিরাপত্তাই সর্বত্বভাবে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতমূলক প্রচারণা ও মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ এবং সম অধিকার প্রতিষ্ঠাই বাস্তবায়ন করা সকল ধরনের অন্যায়কে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়ানো।
গরীব মেধাবীদের পড়াশোনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা।
এলাকায় মাদকদ্রব্য গ্রহণ এবং ব্যবসায়ীদের চিহ্নিত করে সেটাকে প্রতিরোধ এবং মাদকসেবিদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা।সংখ্যালঘু সম্প্রদায়দের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা
যেকোনো ধরনের লোকজনদের চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় সহ রক্তের প্রয়োজনে রক্তদাতার ব্যবস্থা করে দেয়া।
এছাড়াও সকল বিপদে আপদে মানুষ এর পাশে দাঁড়ানো তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা।এভাবে এলাকায় আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে এবং মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করবো।এই উনিশ-কুড়ি সংগঠনের মাধ্যমে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।