1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় এনসিপির পথসভা হবে দুটি স্থানে সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  তালুকদার আব্দুল খালেক  ও হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য লোহাগড়ায় আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখ স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণ উদ্ধার বাগেরহাটে রাতভর ডাকাতি হওয়া মালামাল’সহ আটক -৭ নগরীতে বৃষ্টির মধ্যে সড়কে কার্পেটিং না করার দাবি নিসচার লোহাগড়ায় ঘুষের বিনিময় আসামি মুক্ত ! এলাকায় তোলপাড় লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন লোহাগড়ায় ঘুষ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত সেই এএসআই ইলিয়াস ক্লোজড দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার: যশোরে নারী সমাবেশে নার্গিস বেগম পাইকগাছায় ৮০ বছরের দখলী সম্পত্তি জবর- দখলের চেষ্টা অব্যাহত পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় এনসিপির পদযাত্রা শুক্রবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধারে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে কোন বয়সে মানুষ সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়? ৯ জুলাই ২০২৪ : সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা রাতে ভাত না রুটি কোনটি বেশি স্বাস্থ্যকর, চিকিৎসকদের পরামর্শ খুলনা-৫ (ফুলতলা – ডুমুরিয়া) আসনের প্রার্থী নির্ধারণ নিয়ে দুই উপজেলা নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় খুলনায় এনসিপির পদযাত্রা সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ জুলাই শহীদ বিপ্লবের কবর জিয়ারত করলেন জামায়াতের জেলা আমির

১৯৭১ এর পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা জাতির আশা-আকাঙ্ক্ষার পুরন করতে পরেনি- মাও: সোয়াইব

  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন, খুলনা || ১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, কেউই এই জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পরেনি। দুর্নীতি-দলীয়করণ-দুঃশাসন উপহার দেওয়াসহ দেশ পরিচালনায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে শাসক পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি। আমরা চাই শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই।ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও গণ-সমাবেশ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় খুলনা মহানগরীর খালিশপুর গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার উদ্যোগে বিশাল গণ-সমাবেশ খালিশপুর থানা সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মোঃ গাজী মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ মুনতাসির আহামাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম, সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওলানা হাফিজুর রহমান, মোঃ কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ মাহাদী হাসান মুন্না, যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক আব্দুস সবুর আল রাব্বি, মোঃ মামুনুর রশিদ, মোহাম্মদ বনি আমিন, খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওঃ কারামত আলি সাহেব, মাওলানা আব্দুল আজিজ, ইসলামী আন্দোলন নেতা মাওঃ ওবায়দুর রহমান, থানা সহ সভাপতি মোঃ জামাল মুন্সী, শাহজালাল হোসেন, মোঃআফরোজ আলম, মোঃ রাজিবুল ইসলাম, আঃ আজিজ, শোয়াইব হোসেন, মো: বাদশা খান, মো: খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুল হাকিম, মোঃ শাহিন কাজী, মোঃ হাফিজুর রহমান, মো: শওকত হোসেন, মো: আব্দুল জলিল, মোঃ আব্দুর রউফ মোল্লা, শ্রমিক নেতা মৌলভী আল আমিন গাজী, মোঃ পলাশ শিকদার, যুব নেতা মোঃ মাইনুল ইসলাম, মাওঃ মশিউর রহমান খুলনাভী, মোঃ আল আমিন, স্বাধীন রাজু, ছাত্র নেতা মোঃ আল মামুন রাফি, মোঃ নাসির উদ্দিন,ওসমান গনি প্রমুখ

প্রধান অতিথি আরও বলেন, গত ৫ আগস্টের আগে বাংলাদেশে অন্যরকম এক অবস্থা ছিল। ভয়ভীতি, দমন-পীড়নের পাশাপাশি দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মহোৎসব চলছিল দেশে। ৫ আগস্টের আগ পর্যন্ত দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ছিল এই ফ্যাসিস্ট সরকারকে হটানো। দেশে সাম্য কায়েম করা, বৈষম্য দূর করা। মানুষের সেই আশা-আকাঙ্ক্ষার ফল ৫ আগস্ট-পরবর্তী আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের কাজ হবে মানুষের সেই আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা।

প্রধান বক্তা মুফতি আমানুল্লাহ বলেন,যেহেতু আগের সরকার, অর্থাৎ আওয়ামী লীগ শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো জায়গা নেই, যেখানে তারা দলীয়করণ করেনি। রাষ্ট্রপতি পদ থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত তারা দলীয়করণ করেছে। রাষ্ট্রীয় মদদে দুর্নীতি ও লুটপাট হয়েছে। এরকম একটি পরিস্থিতি থেকে দেশকে উত্তরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে কাজ করতে হবে। এজন্য তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। এ কাজে তারা কতটুকু সফল হতে পারবেন, তা সময় বলবে। তবে এটা ঠিক,বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রয়োজনীয় সংস্কারসাধনে যতটুকু সময় দরকার, আমরা তাদের ততটুকু সময় দিতে চাই। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনাই নন, তার সহযোগী সব দুর্নীতিবাজ, ঋণখেলাপি, লুটপাটকারী, অর্থ পাচারকারীর বিচার করতে হবে। একই সঙ্গে যারা দুর্নীতি-লুটপাট ও অর্থ পাচারের কাজে সহযোগিতা করেছে বা সাহায্য করেছে, যারা আশ্রয়-প্রশ্রয় দেয়; তাদেরও বিচার করতে হবে। আমরা মনে করি, তারা সবাই একই দোষে দুষ্ট। তারাও সমান অপরাধী।

তবে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন,সেদিকটায়ও খেয়াল রাখতে হবে। যারা অন্যায়ের সঙ্গে জড়িত না, দুর্নীতি, লুটপাট, জুলুম, অত্যাচার করেননি, চুরি-ডাকাতি করেননি-তাদের হয়রানি যাতে না করা হয়, এটাও দেখতে হবে। অনেকের শিল্পপ্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো দেশের সম্পদ। দেশের সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। একইভাবে অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমি মনে করি, এগুলো আগের ফ্যাসিস্ট সরকারেরই পুনরাবৃত্তি।

গণসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।