মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছায় সকল মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৩ হাজার ৪০ টি ফলজ বৃক্ষের চারা বিতারণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ লাখ টাকার চারা বিতারণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মঙ্গলবার দুপুরে পাইকগাছা সিনিয়র মাদ্রাসায় উক্ত চারা বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলার মোট ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০টি মাধ্যমিক ও ২১টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আম,কদবেল,মাল্টা,পেয়ারা ও আইস ফলের চারা প্রদান করা হয়। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার অভ্যান্তরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতারণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোকৌশলী শাফিন শোয়েব,উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস,উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস ও সহকাটী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।