লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরে রহমতখালী ও ওয়াফদা খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে সদর উপজেলার লাহারকান্দিসহ ৪টি ইউনিয়নের বসতবাড়ি, স্কুল-মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ ফসলি জমি। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে খালের দুই পাড়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদখালী বাজার এলাকায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ব্যানার হাতে নিয়ে স্থানীয় স্কুল, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,বন্যার পানি যখন নামতে শুরু করলে তীব্র স্রোতে ওয়াপদা খালের ভাঙনে খালের দুই পাড়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে। দ্রুত টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণ না করা হলে ভাঙ্গণের মুখে বহু স্থাপনা।ইতোমধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, অনেক বসত ঘরবাড়ি ও ফসলের জমি খালের গর্ভে তলিয়ে গেছে।
এদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বলেন,খালের পানির তীব্র স্রোতে প্রায় ৬ কিলোমিটার এলাকা ভাঙ্গণের মুখে পড়েছে। দুই একটি স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। লাহারকান্দির চাঁদখালী বাজার এলাকায় খালের ভাঙ্গণের বিষয়টি আমরা পরিদর্শন করছি। খুব শীঘ্রই বালু দিয়ে সংস্কার করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা ইয়াকুব শরীফ, প্রফেসর আব্দুর রহমান জাহাঙ্গীর, ব্যাংক কর্মকর্তা মো. জামাল উদ্দিন, এড. শরীফ হোসেন শ্যামল, ইউপি মেম্বার জহিরুল ইসলাম, ওমর ফরুক, মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল হকসহ স্থানীয় এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।