এস.এম.শামীম,দিঘলিয়া || দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ রহমান,অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম,মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস,জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন,রেজিস্টার শুভ্রা বারুই,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন,সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের প্রফেসর নাসির উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন,সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহাসিন সিকদার,দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান,ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুর ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির,দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম,আড়ংঘাটা থানার প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা সভায় নগরঘাট-রেলিগেট ফেরিতে অতিরিক্ত টোল ও অবৈধ চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট দপ্তর ও যৌথবাহিনী কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা। এবং আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা সভার সভাপতি উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ সকলের সহযোগিতা কামনা করেন।
আইন শৃঙ্খলা সভা শেষে কন্যা শিশু দিবসের র্যালি শেষে একই স্থানে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে আয়োজনে সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে র্যালি শেষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।