ইমরুল ইসলাম ইমন,খুলনা || ধর্ম যার যার উৎসব সবার “দুর্গা মা আসছে, রাত পোহালে শুভ মহালয়া সূচনা হবে দেবিপক্ষের।শারদীয় দুর্গাপূজা বাঙালির সনাতনী ধর্মের অন্যতম উৎসব।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে, চারিদিকে উৎসবের আমেজ। মহালয়া আসতেই পিতৃপক্ষের অবসান হয়ে, শুরু হয় মাতৃপক্ষের। এদিনই করা হয় মায়ের চক্ষুদান। আক্ষরিক অর্থে এদিন থেকেই দুর্গাপুজোর শুভ সূচনা হয়।
সারা বছর এই ৫টি দিনের জন্য অপেক্ষা করে বাঙালিরা। পুজোর ৫ টা দিন সব দুঃখ কষ্ট ভুলে, আনন্দে মেতে ওঠেন সকলেই। আর মহালয়া থেকেই শুরু হয়ে যায় সেই আনন্দ উৎসবের। পুরাণ অনুসারে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে অকথ্য অত্যাচার চালাতে শুরু করে সর্বত্র। তিনি শুধুমাত্র নারী শক্তির কাছে পরাজিত হওয়ার বর পাওয়ায়, সেই সময় ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন। আর তখনই মা দুর্গা বধ করেন মহিষাসুরকে।
২রা অক্টোবর বুধবার মহালয়া এবং আগামী ০৯ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে মর্ত লোকে আসবেন ১০ পুজা মাতা দুর্গা। সকল অশুভ শক্তি বিনাশ করতই মায়ের আগমন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।