ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || দুই দিনব্যাপী শ্রীশ্রী লক্ষ্মী পূজা শুরু আজ। শারদীয়া দুর্গোৎসবের ৫ দিন পর পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। বার মাসে তের পূজার অংশ হিসেবে এ পূজা। লক্ষ্মীদেবী বৈকুণ্ঠের নারায়ণের স্ত্রী। তিনি জগতের শ্রী বৃদ্ধি করেন। ত্রিদেবীদের মধ্যে শ্রীশ্রীলক্ষ্মী দেবী একজন। আজ বুধবার রাতে পূর্ণিমা শুরুর সঙ্গে সঙ্গে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে পূজা আরম্ভ হবে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ পূজা চলবে। পূজা শেষে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।প্রসাদ সামগ্রীর মধ্যে রয়েছে নারিকেলের নাড়ু, লুচি, ডাল, আখ, লেবু, আপেল, কমলা, আঙ্গুরসহ অন্যান্য মিষ্টি সামগ্রী। মহানগরীর সম্ভ্রান্ত পরিবারে এবং গ্রামের প্রায় সকল বাড়িতেই এ পূজা অনুষ্ঠিত হয়। গ্রামাঞ্চলে পূজা শেষে সকল বয়সের মানুষ দল বেধে বাড়ি বাড়ি যেয়ে লক্ষ্মীদেবীর প্রসাদ গ্রহণ করেন। এ যেন গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য।
নগরীর শীতলাবাড়ি ঠাকুররাণী মন্দির, ধর্মসভা আর্য্য মন্দির, রূপসা মহাশ্মশান শ্মশানকালী মন্দিরসহ সকল মন্দির ও ব্যক্তিগত ভাবে বাড়িতে বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী লক্ষ্মীদেবী ধন-সম্পদের দেবতা ও নারায়ণের সহধর্মিণী। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে ধন-সম্পদের অভাব হয় না এবং পরিবার পরিজন নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারেন। প্রতি বৃহস্পতিবারে গৃহস্থদের বাড়িতে শ্রীশ্রী লক্ষ্মীদেবীর পাঁচালী পড়ে গৃহিণীরা লক্ষ্মীব্রত পালন করেন।
গতকাল নগরীর হেলাতলায় বসেছিল পূজা সামগ্রীর দোকান। পদ্মফুল,বেলপাতা,তুলসীপাতা, কলার খোলা,আখ,বাতামী লেবুসহ বিভিন্ন ফলের দোকান। বড় বাজার ঠাকুর বাড়ি গতিতে প্রতীমা সাজিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিল ভাস্কররা। ২০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত প্রতিটি প্রতীমা বিক্রি হয়েছে।
প্রতীমা কিনতে আসা দোলখোলার লক্ষ্মী রাণী হালদার এ প্রতিবেদককে বলেন, গতবারের চেয়ে এবার প্রতীমা বেশি উঠেছে। তবে দাম একটু বেশী। তিনি এক হাজার দুইশ’ টাকা দিয়ে পূজার জন্য একটি প্রতীমা ক্রয় করেছেন। এছাড়া ঠাকুরবাড়ী গলির দোতলায় বসেছিল সোলার ফুলের দোকান। সেখানে ৬০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সোলার ফুল বিক্রি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।