1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় বৃক্ষমেলা শুরু ৭ জুলাই পবিত্র আশুরাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্তে মতবিনিময় – কেএমপি নওয়াপাড়ায় টিনের ঘর থেকে পচাগলা লাশ উদ্ধার : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা ? অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে! পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ডুমুরিয়ায় উল্টো রথযাত্রা উৎসব নিয়মিত লটকন খেলে শারীরিক যেসব সমস্যার সমাধান হয় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের ডেঙ্গুর ভয়াবহ শঙ্কা!নতুন উপসর্গে আক্রান্ত রোগী, বিশেষজ্ঞদের হুঁশিয়ারি ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক, কিন্তু দেশ গড়তে পারেনি – আলি আজগর লবি পান্তা ভাত’ নিয়ে গবেষণায় উঠে এল বিষ্ময়কর তথ্য মোল্লাহাটে উপজেলা পর্যায়ের দিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রয় শুরু হয়েছে কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু কোন রাশির ছেলেরা প্রেম করতে ভালোবাসেন ? নগরীর “গল্লামারী ব্রিজের নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি চরমে” হ্যামকো গ্রুপে রাতভর ডাকাতি, কোটি টাকার মালামাল লুট নগরীতে আবার ও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত ! কাঁচা পেঁপের পুষ্টিগুণ খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী – আমীর এজাজ খান নগরীর পার্ক গুলি হবে বিনোদনের কেন্দ্র স্থল : কেসিসি প্রশাসক খুলনাসহ চার বিভাগের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি হতে পারে জলাবদ্ধ বিল ডাকাতিয়াকে আধুনিক বিলে রুপান্তরিত করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে : লবি

মান্দায় নীতিমালা উপেক্ষা করে ২টি সরকারি খাস পুকুর সাব-লীজ প্রদানের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার শেয়ার হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি || নওগাঁর মান্দায় নীতিমালা উপেক্ষা করে ইজারাধীন ২ টি সরকারি খাস পুকুর সাব-লীজ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাব-লীজ বাতিলের জন্য প্রতিকার চেয়ে তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে গত ৩ জুন বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন । একাধিক অভিযোগ দায়ের করার পরে এতোদিন পেরিয়ে গেলেও কোন প্রতিকার না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। অপরদিকে প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর সদস্যগণ তেলিপাড়া মৌজার জলমহালের ২০৩ ও ১৫৬ নং দাগের ইজারাধীন ২ টি সরকারি খাস পুকুর ৩ বছরের লীজ গ্রহণের জন্য উপজেলা জলমহাল ইজারায় অংশগ্রহণ করেন। পুকুরের পাশে তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর সদস্যগণের বসতবাড়ি হওয়া সত্ত্বেও পুকুর দু’টো তাদের লীজ না দিয়ে প্রতিপক্ষের (দাতিদাহ-তেপাড়া-তেলিপাড়া নামক সমিতি) লোকজনকে পুকুর দু’টো ৩ বছরের জন্য লীজ প্রদান করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর দাতিদাহ-তেপাড়া-তেলিপাড়া নামক সমিতির সভাপতি তছের আলী মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি খাস পুকুর ২ টি প্রথম ধাপে বেলালদহ গ্রামের আমিনুল ইসলাম।

এরপর ২য় ধাপে সাটইল গ্রামের হারুন,ফজের আলী,মকুল,আশরাফুল ও পিড়াকৈড় গ্রামের খাইরুল ইসলাম। তৃতীয় ধাপে সাটইল গ্রামের বাদশা,জীবন,মুকুল ও ভারশোঁ গ্রামের জল্টু চতুর্থ ধাপে ছোটমুল্লুক গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চলসহ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজনকে সাব-লীজ প্রদান করেন। বর্তমানে পুকুর দু’টোতে মাছ চাষ করছেন উপজেলার ছোটমুল্লুক গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চলসহ একাধিক প্রভাবশালী ব্যাক্তি।
তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর ভূক্তভোগী সদস্যদের দাবি যে, শুধুমাত্র পুকুর দু’টো লীজ পাওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন তাদের সমিতির নামের সঙ্গে কৌশলে তেলিপাড়া গ্রামের নামটি সংযোজন করেন। অথচ, তাদের সমিতিটি তেপাড়া গ্রামে অবস্থিত। যার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজনকে সাব-লীজ প্রদান করাটাও নীতিমালার পরিপন্থি।

তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন,তেলিপাড়া মৌজার ২ টি সরকারি খাস পুকুর সংলগ্ন তাদের বসবাস। পুকুর সংলগ্ন এলাকায় পৈত্রিক ও কবলামূলে প্রাপ্ত প্রায় ২ বিঘা জমি সরকারি খাস পুকুরের মধ্যে ভেঙ্গে যাওয়ায় সেসময় মানবিক কারণে দু’টো খাস পুকুরের মধ্যে একটি তাদের সমিতির লোকজনকে লীজ প্রদান করেন উপজেলা প্রশাসন ও জলমহাল কমিটি। কিন্তু সে পুকুরটিও দলীয় প্রভাব খাঁটিয়ে স্থানীয় আওয়ামী নেতাকর্মীরাদখলে নেওয়ায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়াও সাব-লীজ বাতিলের দাবিতে এসব অভিযোগ দায়ের করেছেন তারা। তাদের অভিযোগের প্রেক্ষিতে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা গত ২১শে অক্টোবর উভয় পক্ষের লোকজনকে শুনানীর জন্য নোটিশ প্রদান করেন। পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন শুনানীর তারিখ পরিবর্তনের জন্য আবেদন জানান। তাদের আবেদনের প্রেক্ষিতে পূনরায় আগামী ৩০ অক্টোবর শুনানীর জন্য ধার্য্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় তদন্ত সাপেক্ষে সাব লীজ বাতিল করে তেলিপাড়া,পিড়াকৈড়,রুয়াই মৎসজীবি সমবায় সমিতি লিঃ এর ভূক্তভোগী সদস্যদের পুকুর দু’টো হস্তান্তর করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।