1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্জ্য থেকে তৈল ও গ্যাস তৈরি করতে চাই সাতক্ষীরা ছেলে পীযূষ দত্ত সাতক্ষীরার কালিগঞ্জে উপস্থিতি শূন্যতায় বিএনপির সম্মেলন পণ্ড জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গেজেট প্রকাশ ১৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ কেশবপুরে ইউএনওর সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় কেশবপুরে পদ্মা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাইটস ফার্স্টের সাবেক সাধারণ সম্পাদকের হার্টে সফল অপারেশন মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে – সর্বদলীয় বৈঠক ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির দ্বিবার্ষিক মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ভবন,উদাসিন পানি উন্নয়ন বোর্ড খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মতবিনিময় সভা  সাতক্ষীরায় জেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার আশাশুনি সরকারি হাই স্কুল ও বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সেন্টমার্টিন্সে ০৩ টি রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব নড়াইল জেলা বিনির্মানে প্রচারণা ও জনসচেতনতামুলক র‍্যালি অনুষ্ঠিত বেনাপোলে ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত লোহাগড়ায় আমাদা আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রকাশ্য আদালতের রায় অনৈতিকভাবে বিক্রির অভিযোগ মাসুমার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || জনাকীর্ণ প্রকাশ্য আদালতে শুনানী শেষে মৌখিক আদেশ ডিক্লেয়ার করার পরে রহস্যজনকভাবে বিবাদী পক্ষ দ্বারা প্রভাবিত ও দুর্নীতির মাধ্যমে আর্থিকভাবে অবৈধ সুবিধা ভোগ করে চূড়ান্ত শুনানী গোপনে বাতিলের অভিযোগ উঠেছে। খুলনার চানমারী বাজারের মাসুমা আক্তার নামের এক অসহায় নারী সম্প্রতি খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে এমন অভিযোগ করেছেন। ওই চক্রটি মাসুমাকে প্রাণ নাশের হামকিও দিচ্ছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন,আমি মোসাঃ মাসুমা আক্তার হাসি, পিতা- মৃত কাজী মাহাবুবুর রহমান, সাং চানমারী বাজার, থানা-খুলনা ও জেলা-খুলনা এর একজন অসহায় মহিলা। বিবাদী ১) সাবিনা ইয়াসমিন, স্বামী-কাজী তাইক উদ্দিন, সাং ইব্রাহিমিয়া মাদ্রাসা রোড, মুক্তি লেন, শিপইয়ার্ড, লবনচরা, খুলনা, ২) পপি আক্তার সুইটি, পিতা-মরহুম মুনসুর আলী হাওলাদার, সাং মুক্তি লেন, শিপইয়ার্ড, লবনচরা, খুলনা, থানা- বটিয়াঘাটা, মৌজা-মাথাভাঙ্গা, জে, এল নং-১২, এস,এ-১৯১, ২৭২ ও ১৪৪ নং খতিয়ানের ছলে আর,এস ৪৫৮ নং খতিয়ানে লিখিত আর, এস-২৬৮৭,২৬১৮,২৫৪৬, ২৫৪৮,২৫৫১ ও ২৬১ নং দাগে মোট ১২.৪১ একর জমির মধ্যে ৬.১৪ একর অংশের রেকর্ডীয় মালিক সুরেশ চন্দ্র এর নিকট হইতে আমার পিতা কাজী মাহাবুবুর রহমান ইং ২৯/০৫/৯১ তারিখের ১৪৫৩ নং কোবলা দলিলমূলে ১.১৪ একর সম্পত্তির মালিক দখলকার থাকিয়া মৃত্যুবরণ করায় আমি তার ওয়ারেশ হিসাবে ১৪৩ ধারার ১,৩৮৬ (১)/২০১৩- ১৪নং কেসের হুকুম মোতাবেক নিজ নামে রেকর্ড করতঃ খাজনাদি পরিশোধ করে ভোগ দখলকার থাকাবস্থায় বর্তমানে ১৪৩,১১৬/১১৭ ধারার ২,৬৪৫ (ডঐ-ঐ)/২০২৩-২৪নং মিস কেসের হুকুম মোতাবেক পৃথক ৩৭৩০নং খতিয়ানে ০.১৬৬৩ একর জমি আমার নামে রেকর্ড করাইয়া সর্বসাধারণের জ্ঞাতসারে খাজনাদি পরিশোধ করতঃ ওয়ারেশগণের সাথে আপোষ বণ্টন মতে ২৫৫১ নং দাগে ভোগ দখলরত আছি।

বিগত ইং ২০২২ সালে বিবাদীগণ আমার উক্ত ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখলে নিতে চাওয়ায় আমি জানতে পারি যে, আর, এস-৪৫৮নং খতিয়ানের রেকর্ডীয় মালিক সুরেশ চন্দ্রের মৃত্যুয়ান্তে উক্ত খতিয়ানে তাহার নামে কোন সম্পত্তি না থাকা সত্ত্বেও তাহার ওয়ারিশগনের নিকট হইতে ২৩/৫/২০১৭ তারিখের ৩২২৯নং আমমোক্তার দলিল মূলে মোঃ আবু শাহাদাৎ বাবুল নামক জনৈক ভূমি দস্যু ফ্যাসিস্ট সরকারের দোসর বর্তমানে ভোল পাল্টে দুর্ধর্ষ ধুরন্ধর ভয়ঙ্কর সন্ত্রাসী, পরসম্পদ লোভী মিস্টি ভাষী উক্ত আবু শাহদাৎ বাবুলের প্ররোচনায় আমার ভোগ দখলীয় সম্পত্তি আমমোক্তার দলিলমূলে ১ ও ২নং বিবাদী ইং ২৭/১১/২০১৮ তারিখে ৯০৮৩ ও ৯০৮৪নং দলিলমূলে ০.১৩২০ একর জমি খরিদ করিয়া তাহাদের নামে নামপত্তন করিয়া আমার ভোগ দখলকৃত আর,এস ২৫৫১ নং দাগে আমার চৌহদ্দীর মধ্যে না থাকা সত্ত্বও জোর পূর্বক দখল করার পায়তারা করিতেছে।

এমতাবস্থায়, আমি উপায়ান্ত না পেয়ে সহকারী কমিশনার (ভূমি) বটিয়াঘাটা, খুলনা বরাবর বিবাদীগণের ৯.৯৫৪ (XI-I)/২০১৮-১৯ নং ভূয়া, তঞ্চকী জাল কাগজপত্রাদি করে নামজারী কেস বাতিলের জন্য ১৫০ ধারার বিধান মতে জাল জালিয়াতিভাবে সৃজনকৃত কাগজপত্রের বুনিয়াদে এসি ল্যান্ড অফিসকে ম্যানেজ করে নামজারী করে যা বাতিলের আবেদন করি। যার কেস নং-২৪২/২০২৩-২৪ এবং কেসের সাথে আমার পিতার ক্রয়কৃত কোবলা দলিলও আমার নামে পূর্বের রেকর্ডীয় খতিয়ান ও বর্তমান রেকর্ডীয় পৃথক খতিয়ান ও খাজনার কপিসহ সকল কাজপত্রাদি সংযুক্ত করি। আমার আবেদন অনুযায়ী ১৫০ ধারার কেসে দীর্ঘ শুনানীয়ান্তে বিগত ০৫/৯/২০২৪ তারিখে ওপেন কোর্টের আদেশ মোতাবেক উক্ত সুরেশ চন্দ্রের নামে আর, এস ৪৫৮ নং খতিয়ানে ইং ১৯৯১ সালের পরে আর কোন জমি না থাকায় জগন্নাথ ঘোষ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিবাদীদের মিস কেস বাতিলের কেসের জন্য আমার পক্ষে ইং ১৪/৮/২৪ তারিখে প্রতিবেদন দাখিল করেন। এ সকল কাগজপত্রাদি পর্যালোচনা করে মোঃ আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা, খুলনা পর্যালোচনা করিয়া ওপেন কোর্টে চূড়ান্ত শুননী শেষে ১৫০ ধারা মোতাবেক উক্ত ভুয়া যোগসাজসী নামজারি ও নাম পত্তন বাতিলের প্রকাশ্য আদালতে মৌখিক আদেশ প্রদান করেন। আমি বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা মহোদয় ইং ০৮/৯/২৪ তারিখের রায়ের নকল কপি পাওয়ার জন্য প্রধান সহাকরী আজিজুর রহমানের নিকট গেলে আজ দিব কাল দিব, স্যার স্বাক্ষর করেননি, এভাবে ইং ১৬/৯/২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন উপজেলা ভূমি অফিসে উপস্থিত হলেও আমাকে রায়ের নকল কপি সরবরাহ করেননি এবং ১৭/৯/২৪ তারিখে অফিস পিয়ন নিরুতোষ মারফৎ আমাকে মুঠোফোনে জানান আপনার ২৪২/২০২৩-২৪ কেসের ইং ০৫/৯/২০২৪ তারিখের রায় বাতিল হইয়াছে পুনরায় ইং ১০/১০/২৪ তারিখে শুনানীর তারিখ ধার্য করা হয়েছে। উক্ত অফিসে কর্মরত আজিজুর রহমান আমার পক্ষের রায় নিশ্চিত করিতে আমার নিকট হইতে এক লক্ষ টাকা টাকা ঘুষ দাবী করেন এবং খুলনা নিউ মার্কেটের পিছনে জুসের দোকানের সামনে সন্ধ্যার পরে টাকা দিতে বলেন, আমি কোন উপায়ান্ত না পেয়ে আজিজুর রহমানকে নগদ ৩০,০০০ টাকা প্রদান করি। উক্ত আজিজুর রহমান ইং ২৪/১০/২৪ তারিখে পুনরায় শুনানীর তারিখ ধার্য করেন এবং শুনানীর জন্য উপস্থিত হইলে শুনানীর দিন স্থানান্তর করিয়া উক্ত আজিজুর রহমান শুনানীর তারিখ পরির্তন করে ইং ০৭/১১/২৪ তারিখে শুনানীর তারিখ ধার্য করেন। আমি আজিজুরকে তার দাবীকৃক্ত ঘুষের ৭০,০০০টাকা না দিতে পারায় আজিজুর রহমানের প্রত্যক্ষ মদদে নতুন সহকারী কমিশনার স্যার আমার কাগজপত্রাদি পর্যালোচনা না করেই কেসটি খারিজ করিয়া দিয়া আমাকে ন্যায় বিচার হইতে বঞ্চিত করেন। পরে আমি আজিজুরের কাছে আমার নিকট হইতে নেওয়া ৩০,০০০টাকা ফেরত চাইলে তিনি নিউ মার্কেটের পিছনে জুসের দোকানের সামনে ও ভূমি অফিসের ৪/৫জন স্টাফদের সামনে ২০,০০০ টাকা ফেরৎ প্রদান করেন, যা আরও লোকজন সাক্ষী রয়েছেন। বাকী ১০,০০০ টাকা সহকারী কমিশনার (ভূমি), বটিযাঘাটাকে দিয়েছেন বলে জানান এবং আরও বলেন যে, বিবাদী পক্ষ বেশী টাকা দেওয়ায় তাদের পক্ষে আদেশ হয়েছে। এরপর বিবাদী পপি আক্তার সুইটি আমার নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর মূল হোতা লবনচরার আবু শাহদাৎ বাবুল ও কাজী কামাল।

এমন প্রেক্ষিতে যাতে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমি ন্যায় ও সুবিচার পেতে পারি এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক বিচার হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।