1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
স্বৈরাচারের দোসর ইউপি চেয়ারম্যান হায়দার মোড়ল : বেরিয়ে আসছে একের পর এক অনিয়ম-দুর্নীতির তথ্য ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় খুলনার রিহাম খুলনায় কলেজ ছাত্রীসহ দুই জনের আত্মহত্যা মডেল কেয়ারটেকারদের ৫ দফা দাবিতে মানববন্ধন, খুলনা বিভাগীয় পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান মান্দায় মাদ্রাসার জমি দখল করে সিমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানবন্ধন মোংলায় পবিত্র আল-কোরআনকে অবমাননা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে তাওহিদী জনতার বিক্ষোভ চুকনগরের কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর ওগাঁর মান্দায় অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন বিষয়ে উঠান বৈঠক পাইকগাছায় আন্দোলনের মুখে অবশেষে ইউপি চেয়ারম্যান আজাদের পদত্যাগ  কুষ্টিয়ায় বালুভর্তি ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত কয়রায় জমি দখলের উদ্দেশ্যে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ খুলনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা খুলনা দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন প্রসঙ্গে যৌথ বাহিনীতে লিখিত আবেদন – প্রার্থীদের কয়রায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নগরীতে “অপারেশন ডেভিল হান্ট অভিযানে”গ্রেফতার ১৮ কালিগঞ্জের মথুরেশপুর পল্লিতে আগুনে পুড়ে গোয়াল ঘর ভস্মীভূত  নগরীতে অপারেশন “ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ৩ জন: কেএমপি

বাগেরহাটে ঝেঁকে বসেছে শীত,চারদিক কুয়াশায় আচ্ছন্ন;হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাট’সহ দক্ষিণাঞ্চল পৌষের শীতে কাঁপছে। ভোর থেকে চারদিক কুয়াশায় আচ্ছন্ন। সেই সাথে মাঝে মধ্যে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। সূর্যের দেখা মিলছে না।

কনকনে ঠাণ্ডায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে দিনমজুর আর ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত শীতের তীব্রতা অনেকটা বেশি অনুভূত হচ্ছে। অনেকে খড়কুটা জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে।

রবিবার (০৫’জানুয়ারি) সকালে মোংলা উপজেলা মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার সরজমিন ঘুরে বা কয়েকজন দিনমজুর ও ছিন্নমূল মানুষের সাথে কথা বলে জানা যায়, এই শীতে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। জবুথুবু করে তাদের রাত কাটছে। সকালে প্রচণ্ড শীতের কারণে তারা কাজ করতে পারছেন না। তাদের আয় কমে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে তাদের দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে আরও জানা যায়,এতে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন নিতান্ত দরিদ্র শ্রেণী পেশার লোকজন। শীতে গরম কাপড় কেনার কোনো সামর্থ্য না থাকলেও তারা চেয়ে থাকেন ত্রাণের (কম্বল সহায়তা) দিকে। অথচ এখনও পর্যন্ত তারা পাননি স্থানীয় প্রশাসন’সহ কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা।তা নিয়ে ক্ষুদ্ধ এসব শীতার্ত মানুষেরা।এদিকে ঠাণ্ডার কারণে বেড়েছে সর্দি,কাশি,জ্বর,শ্বাসকষ্ট’সহ বিভিন্ন রোগ দেখা দিতে শুরু করেছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,ঠাণ্ডায় বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে। ঠাণ্ডার কারণে পাতলা পায়খানা, সর্দি, কাশি, জ্বর, নিউমনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে।

মোংলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শতকরা ২৫ ভাগ রোগী ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। ঠাণ্ডা যেন না লাগে সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে। ফুটন্ত বা বিশুদ্ধ পানি পান করতে বলা হচ্ছে। পাতলা পায়খানা, সর্দি, কাশি, জ্বর, নিউমনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন এই চিকিৎসক। একই সাথে কেউ যদি খড়কুটা জেলে আগুনের তাপ নেয় সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকলে বোরো ধানের বীজতলা ক্ষতি হতে পারে। এখন পর্যন্ত বীজতলা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শীত থেকে রক্ষা পেতে কৃষকদেরকে বোরো ধানের বীজতলায় প্রতিদিন সন্ধ্যায় পানি প্রবেশ করিয়ে সকালে ওই পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে জানা যায়,এমন কুয়াশা আরও দু-তিন দিন থাকবে। এই সময়ে ঠান্ডা এখনকার মতোই থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমেই কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। জানুয়ারির ৬ থেকে ৭ তারিখের পর রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।