1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
স্বৈরাচারের দোসর ইউপি চেয়ারম্যান হায়দার মোড়ল : বেরিয়ে আসছে একের পর এক অনিয়ম-দুর্নীতির তথ্য ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় খুলনার রিহাম খুলনায় কলেজ ছাত্রীসহ দুই জনের আত্মহত্যা মডেল কেয়ারটেকারদের ৫ দফা দাবিতে মানববন্ধন, খুলনা বিভাগীয় পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান মান্দায় মাদ্রাসার জমি দখল করে সিমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানবন্ধন মোংলায় পবিত্র আল-কোরআনকে অবমাননা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে তাওহিদী জনতার বিক্ষোভ চুকনগরের কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর ওগাঁর মান্দায় অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন বিষয়ে উঠান বৈঠক পাইকগাছায় আন্দোলনের মুখে অবশেষে ইউপি চেয়ারম্যান আজাদের পদত্যাগ  কুষ্টিয়ায় বালুভর্তি ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত কয়রায় জমি দখলের উদ্দেশ্যে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ খুলনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা খুলনা দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন প্রসঙ্গে যৌথ বাহিনীতে লিখিত আবেদন – প্রার্থীদের কয়রায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নগরীতে “অপারেশন ডেভিল হান্ট অভিযানে”গ্রেফতার ১৮ কালিগঞ্জের মথুরেশপুর পল্লিতে আগুনে পুড়ে গোয়াল ঘর ভস্মীভূত  নগরীতে অপারেশন “ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ৩ জন: কেএমপি

মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক তিন এমপির গাড়ি নিলামে

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলা বন্দরে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের ৩টি গাড়ির নিলাম। এর মধ্যে একটির জন্য দরপত্র বা বিট দাখিল হলেও বাকি দুটি গাড়ির জন্য দরপত্র জমা দেয়নি কেউ।

গত বছরের ১৭’জুলাই এই তিনটি গড়ি মোংলা বন্দরে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। কিন্তু তারা এখন পলাতক রয়েছেন।

এদিকে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যাওয়া সংসদ সদস্যের গাড়ি ছাড়িয়ে নিতে আমদানিকারকদের আইনি নোটিশ দেয়ার পর তা নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। তবে গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা এসব গাড়ির মধ্যে একটির বিপরীতে দরপত্র জমা পড়লেও বাকি দুটির বিপরীতে দরপত্র জমা দেয়নি নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

সূত্র মতে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় কপাল পোড়ে দ্বাদশ সংসদের সদস্যদের। এতে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবে মোংলা বন্দরে পড়ে থাকে সাবেক এমপিদের ল্যান্ডক্রুজার ব্রান্ডের ৩টি প্রাডো গাড়ি। যার একটির বাজার মূল্যে ১০ কোটি টাকা। এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় গেল বছরের ১৭ জুলাই মোংলা বন্দরে আমদানি করে ওই তিন সংসদ সদস্য। এই তিনটিসহ দীর্ঘদিন অনেক গাড়ি বন্দর শেডে পড়ে থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

আরও জানা গেছে, তৎকালীন সামরিক সরকার এইচ,এম এরশাদ ১৯৮৭ সালে এমপিদের প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গত ১৫ বছরে সরকার রাজস্ব হারায় কয়েক হাজার কোটি টাকা।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ কামাল হোসেন জানান, দীর্ঘদিন এই তিনটিসহ মোট ৩০০টি গাড়ি মোংলা বন্দরে পড়ে আছে। বারবার নিলামে তুললেও এসব গাড়ি বিক্রি হয় না। ফলে বছরের পর বছর এই বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়িগুলো পড়ে অকেজো বা বিকল হচ্ছে।

এ বিষয়ে মোংলা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোঃ রুবেল হাসান জানান, গত বছরের ১৭ জুলাই সাবেক এমপিদের তিনটি ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি প্রাডো গাড়ি আমদানি হয়। এরপর এই গাড়ি তিনটি সময়মতো কেউ ছাড়িয়ে না নেয়ায় গাড়ি তিনটি নিজেদের অধীন নেয়। এরপর তা গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা হয়। তবে এখনও বিক্রয় আদেশ হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।