কেএমপির অভাবনীয় সাফল্
ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। খুলনার (খালিশপুর থানায়) অভিযোগ দায়ের করার পরদিনই দুই তরুণীকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তরের মাধ্যমে বিরল দৃষ্টান্ত ও গৌরবের বহি:প্রকাশ করেছে কেএমপি।
খালিশপুর থানায় (৩১শে জানুয়ারি) দায়ের করা অপহরণ জিডির নং- (নং-১৬৪২, ১৬৪১প তাং-৩১/০১/২৫) প্রেক্ষিতে অনুসন্ধান করে নাটোর থেকে এনডি/২৩, রোড নং-১৮ খালিশপুরের বাসিন্দা মোঃ হানিফের মেয়ে অপহৃত মোছাঃ তাসনিম আক্তার সারা (১৫) এবং মোঃ নাসিমের মেয়ে মোছাঃ নেহা (১৩) দের কে ১লা ফেব্রুয়ারি (শনিবার) নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া তরুণীদের কে তাদের অভিভাবকের নিকট সম্পূর্ণ সুস্থ্য অবস্থায় হস্তান্তর করা হয়েছে। তাদের ফিরে পেয়ে ভূক্তভোগী পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।