1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নওয়াপাড়ায় টিনের ঘর থেকে পচাগলা লাশ উদ্ধার : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা ? অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে! পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ডুমুরিয়ায় উল্টো রথযাত্রা উৎসব নিয়মিত লটকন খেলে শারীরিক যেসব সমস্যার সমাধান হয় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের ডেঙ্গুর ভয়াবহ শঙ্কা!নতুন উপসর্গে আক্রান্ত রোগী, বিশেষজ্ঞদের হুঁশিয়ারি ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক, কিন্তু দেশ গড়তে পারেনি – আলি আজগর লবি পান্তা ভাত’ নিয়ে গবেষণায় উঠে এল বিষ্ময়কর তথ্য মোল্লাহাটে উপজেলা পর্যায়ের দিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রয় শুরু হয়েছে কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু কোন রাশির ছেলেরা প্রেম করতে ভালোবাসেন ? নগরীর “গল্লামারী ব্রিজের নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি চরমে” হ্যামকো গ্রুপে রাতভর ডাকাতি, কোটি টাকার মালামাল লুট নগরীতে আবার ও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত ! কাঁচা পেঁপের পুষ্টিগুণ খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী – আমীর এজাজ খান নগরীর পার্ক গুলি হবে বিনোদনের কেন্দ্র স্থল : কেসিসি প্রশাসক খুলনাসহ চার বিভাগের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি হতে পারে জলাবদ্ধ বিল ডাকাতিয়াকে আধুনিক বিলে রুপান্তরিত করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে : লবি ৬ ঘন্টা পর মালবাহী ট্রেনের বগি উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ফুলের স্বর্গরাজ্য

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস যেনো একটুকরো ফুলের রাজ্য। যেদিকেই তাকাবেন হরেক রকমের ফুল। ফুলের গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস। কোনটা লাল, কোনটা নীল, কোনটা হলুদ ফুলে ভরে উঠেছে পুরো ক্যাম্পাস। এ যেনো ফাগুনের বাহারি ফুলের মেলা। প্রতিবছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস আসলেই খুবি ফুলের রাজ্য পরিণত হয়।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে তাকালেই ‘কালজয়ী মুজিব’ ম্যুরালের সম্মুখে দেখা যাবে রঙবেরঙের নানা ফুল। একটু সামনে এগিয়ে যেতেই হাতের বাম পাশে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনকে ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন সব ফুলের বাগান। উপাচার্যের বাসভবন ও মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের সম্মুখে সৌরভ ছড়াচ্ছে নানা রঙের গাঁদা ফুল।

ক্যাম্পাস ঘুরে আরও দেখা যায়, বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে হরেক রকমের ফুলগাছ। গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান। শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবন, উপাচার্যের বাসভবন, অগ্রণী ব্যাংক, ওয়াকওয়ে, পোস্টঅফিস প্রাঙ্গণ, অপরাজিতা হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খান বাহাদুর আহছানউল্লা হল, খান জাহান আলী হলসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি একাডেমিক ভবন ও আবাসিক হলের ভিতরের প্রতিটি স্থানে রোপণ করা হয়েছে হরেক রকমের ফুলগাছ। এসব বাগানে ফুটেছে রঙবেরঙের নানা প্রকৃতির ফুল।

নানা প্রকারের গাঁদা,আকাশি সাদা স্নোবল,সালভিয়া, দোপাটি,ক্যালেন্ডোলা,দায়েনথাঁচ,ফ্লোগর্স,ইন্টালিয়াম, স্নাকড্রাগন,পেনজি,কারিয়াফছি,ভারবিনা, পিটুনিয়া, স্টার গোল্ড,মৌচন্ডা,পানচাটিয়া,অ্যালমন্ডা,গ্লাডিয়া,তালপাম্প, চন্দ্রমল্লিকা,ইনকা গাঁদা,ছোট চায়না গাঁদা,মোরগঝুঁঁটি, কসমস, জুঁই, চামেলি। এছাড়া আছে টগর, ভারভিনা, জেনিয়া, পিটোনিয়া,সালভিয়া, বেলি,গোলাপ,জারবেরা, সাইকাস, ক্রিসমাস, জবা, রঙ্গন, রজনীগন্ধা, পিয়াজ ফুল এমনকি কয়েকটি গাছে পলাশ ফুলও শোভা পাচ্ছে। পলাশের ডাল ভরে গেছে ফুলে।

সব মিলিয়ে এবার প্রায় ৪১ ধরনের ফুল ফুটেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গাছে গাছে ফুটেছে আমের মুকুল যা যোগ করেছে অন্যরকম এক সৌন্দর্য। বাতাসে ভেসে বেড়াচ্ছে মৌ মৌ গন্ধ। মৌমাছিরাও ব্যস্ত মধু আহরণে।

ক্যাম্পাসের এ বাহারি রকমের ফুলের সৌন্দর্য উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। এমনকি দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা। এসব জায়গায় বসে কেউ মনের সুখে ছবি, সেলফি তুলে সময় পার করছেন।

খান জাহান আলী হলের বাগান পরিচর্যার দায়িত্বে থাকা মালি মোস্তফা বলেন, ‘খান জাহান আলী হল প্রাঙ্গনে এবার ৮ প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে ডালিয়া, কসমস, ইনকা গাঁদা, পিটোনিয়া, ভারভিনা, সালভিয়া, জেনিয়া। তিনি বলেন, ‘অনেক গাছে ফুল ফুটেছে আবার কোনটাতে এখনো ফুটেনি। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে এসব গাছ লাগানো হয়। ডিসেম্বরের শেষের দিকে ফুল ফুটতে শুরু করে। মার্চের শেষের দিকে ঝরে পরে এসব ফুল।’

ক্যাম্পাসে ঘুরতে আসা বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মীম বলেন, ফুল মানুষের মনে প্রশান্তি এনে দেয়’আমি ফুল দেখতে ভালোবাসি।সাজানো গুছানো ক্যাম্পাস হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে আমার কাছে এক টুকরো বাগান মনে হয়।এ জন্যই পুরো ক্যাম্পাস ঘুরে দেখছি।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সহকারী রেজিস্টার এস এম মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এস্টেট শাখা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় ফুলের চারা রোপণ করে থাকে। এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, পোস্ট অফিস প্রাঙ্গণ, অতিথি ভবন, অগ্রণী ব্যাংক, উপাচার্যের বাসভবন ও ‘কালজয়ী মুজিব’ প্রাঙ্গণে এবার বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাগান পরিচর্যা করার জন্য আমাদের মালির সংখ্যা অনেক কম। একারণে এবার বিশ্ববিদ্যালয়ের অনেক ফাঁকা জায়গাগুলোতে আমরা ফুলগাছ লাগাতে পারিনি। মালির সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন,‘বিশ্ববিদ্যালয়কে কিভাবে সৌন্দর্যন্ডিত করা যায় এ প্রয়াস আমাদের সবসময় আছে থাকবে। বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাস্টারপ্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এবার প্রায় ৪০-৪৫ প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যে ফুল ফোটা শুরু হয়েছে এবং পুরো ফুল ফুটে গেলে মনে হবে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন ফুলের উপর ভাসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরাও ছুটে আসছেন।’ মালির বিষয় বলা হলে তিনি উপচার্যকে বলে দ্রুত মালি বৃদ্ধির আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।