1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোর লিবার্টি সু গ্যালারিতে ক্রেতা দম্পতির উপর কর্মচারীদের হামলা উত্তেজনা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ ৫ নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের পাল্টা ২ টি মামলা সাগরদাঁড়ী প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার মানিকখালি ব্রিজ পারাপারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ বাঘারপাড়ায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল যশোরে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক নিখোঁজ শাহরিয়ার ফাহিমের সন্ধান চায় তার পরিবার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদায় গৃহবধূর লাশের পরিচয় মিলেছে, থানায় হত্যা মামলা দায়ের, আটক-০৩ খুলনা সদর দলিল লেখক ও স্টাম্প ভেন্ডারদের ইফতার ও দোয়া মাহফিল। খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ দলিল লেখকবৃন্দের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল ২৪ মার্চ (২৩ রমজান) সোমবার খুলনা সদর দলিল লেখক সমিতি মিলনায়তনে সাধারণ দলিল লেখকগন ও স্টাম ভান্ডারদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডাররা ইতিপূর্বে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে খুলনা সদর দলিল লেখকগন, খুলনার স্ট্যাম্প ভেন্ডারগন এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের সহকারীরা উপস্থিত ছিলেন খুলনা মহানগর আমর বাংলাদেশ পাটি( এবি পার্টি)শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়া লক্ষীপাশা আদর্শ গার্লস স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলহাজ্ব  মোঃ সাচ্চু মিয়া  পাইকগাছা কপিলমুনি কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক-সেকেন্দার,সদস্য সচিব-কামরুল ২১ নম্বর ওয়াড’ বিএনপির সাবেক সদস্য ও হ্যান্ডলিং শ্রমিক নেতা কালু হাওলাদার জানাজা অনুষ্ঠিত, হাজারো মানুষের শ্রদ্ধা খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন পাইকগাছায় কৃষক দলের সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীকে খুন জখম,চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন খুবির কেন্দ্রীয় মাঠে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি যশোরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর আটক দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় আটক ১ দিঘলিয়ায় দলিল লেখক শেখ আজগর আলীর মৃত্যুতে দলিল লেখক দের কলম বিরতি

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ফুলের স্বর্গরাজ্য

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস যেনো একটুকরো ফুলের রাজ্য। যেদিকেই তাকাবেন হরেক রকমের ফুল। ফুলের গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস। কোনটা লাল, কোনটা নীল, কোনটা হলুদ ফুলে ভরে উঠেছে পুরো ক্যাম্পাস। এ যেনো ফাগুনের বাহারি ফুলের মেলা। প্রতিবছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস আসলেই খুবি ফুলের রাজ্য পরিণত হয়।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে তাকালেই ‘কালজয়ী মুজিব’ ম্যুরালের সম্মুখে দেখা যাবে রঙবেরঙের নানা ফুল। একটু সামনে এগিয়ে যেতেই হাতের বাম পাশে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনকে ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন সব ফুলের বাগান। উপাচার্যের বাসভবন ও মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের সম্মুখে সৌরভ ছড়াচ্ছে নানা রঙের গাঁদা ফুল।

ক্যাম্পাস ঘুরে আরও দেখা যায়, বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে হরেক রকমের ফুলগাছ। গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান। শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবন, উপাচার্যের বাসভবন, অগ্রণী ব্যাংক, ওয়াকওয়ে, পোস্টঅফিস প্রাঙ্গণ, অপরাজিতা হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খান বাহাদুর আহছানউল্লা হল, খান জাহান আলী হলসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি একাডেমিক ভবন ও আবাসিক হলের ভিতরের প্রতিটি স্থানে রোপণ করা হয়েছে হরেক রকমের ফুলগাছ। এসব বাগানে ফুটেছে রঙবেরঙের নানা প্রকৃতির ফুল।

নানা প্রকারের গাঁদা,আকাশি সাদা স্নোবল,সালভিয়া, দোপাটি,ক্যালেন্ডোলা,দায়েনথাঁচ,ফ্লোগর্স,ইন্টালিয়াম, স্নাকড্রাগন,পেনজি,কারিয়াফছি,ভারবিনা, পিটুনিয়া, স্টার গোল্ড,মৌচন্ডা,পানচাটিয়া,অ্যালমন্ডা,গ্লাডিয়া,তালপাম্প, চন্দ্রমল্লিকা,ইনকা গাঁদা,ছোট চায়না গাঁদা,মোরগঝুঁঁটি, কসমস, জুঁই, চামেলি। এছাড়া আছে টগর, ভারভিনা, জেনিয়া, পিটোনিয়া,সালভিয়া, বেলি,গোলাপ,জারবেরা, সাইকাস, ক্রিসমাস, জবা, রঙ্গন, রজনীগন্ধা, পিয়াজ ফুল এমনকি কয়েকটি গাছে পলাশ ফুলও শোভা পাচ্ছে। পলাশের ডাল ভরে গেছে ফুলে।

সব মিলিয়ে এবার প্রায় ৪১ ধরনের ফুল ফুটেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গাছে গাছে ফুটেছে আমের মুকুল যা যোগ করেছে অন্যরকম এক সৌন্দর্য। বাতাসে ভেসে বেড়াচ্ছে মৌ মৌ গন্ধ। মৌমাছিরাও ব্যস্ত মধু আহরণে।

ক্যাম্পাসের এ বাহারি রকমের ফুলের সৌন্দর্য উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। এমনকি দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা। এসব জায়গায় বসে কেউ মনের সুখে ছবি, সেলফি তুলে সময় পার করছেন।

খান জাহান আলী হলের বাগান পরিচর্যার দায়িত্বে থাকা মালি মোস্তফা বলেন, ‘খান জাহান আলী হল প্রাঙ্গনে এবার ৮ প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে ডালিয়া, কসমস, ইনকা গাঁদা, পিটোনিয়া, ভারভিনা, সালভিয়া, জেনিয়া। তিনি বলেন, ‘অনেক গাছে ফুল ফুটেছে আবার কোনটাতে এখনো ফুটেনি। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে এসব গাছ লাগানো হয়। ডিসেম্বরের শেষের দিকে ফুল ফুটতে শুরু করে। মার্চের শেষের দিকে ঝরে পরে এসব ফুল।’

ক্যাম্পাসে ঘুরতে আসা বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মীম বলেন, ফুল মানুষের মনে প্রশান্তি এনে দেয়’আমি ফুল দেখতে ভালোবাসি।সাজানো গুছানো ক্যাম্পাস হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে আমার কাছে এক টুকরো বাগান মনে হয়।এ জন্যই পুরো ক্যাম্পাস ঘুরে দেখছি।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সহকারী রেজিস্টার এস এম মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এস্টেট শাখা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় ফুলের চারা রোপণ করে থাকে। এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, পোস্ট অফিস প্রাঙ্গণ, অতিথি ভবন, অগ্রণী ব্যাংক, উপাচার্যের বাসভবন ও ‘কালজয়ী মুজিব’ প্রাঙ্গণে এবার বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাগান পরিচর্যা করার জন্য আমাদের মালির সংখ্যা অনেক কম। একারণে এবার বিশ্ববিদ্যালয়ের অনেক ফাঁকা জায়গাগুলোতে আমরা ফুলগাছ লাগাতে পারিনি। মালির সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন,‘বিশ্ববিদ্যালয়কে কিভাবে সৌন্দর্যন্ডিত করা যায় এ প্রয়াস আমাদের সবসময় আছে থাকবে। বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাস্টারপ্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এবার প্রায় ৪০-৪৫ প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যে ফুল ফোটা শুরু হয়েছে এবং পুরো ফুল ফুটে গেলে মনে হবে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন ফুলের উপর ভাসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরাও ছুটে আসছেন।’ মালির বিষয় বলা হলে তিনি উপচার্যকে বলে দ্রুত মালি বৃদ্ধির আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

খুলনা সদর দলিল লেখক ও স্টাম্প ভেন্ডারদের ইফতার ও দোয়া মাহফিল। খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ দলিল লেখকবৃন্দের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল ২৪ মার্চ (২৩ রমজান) সোমবার খুলনা সদর দলিল লেখক সমিতি মিলনায়তনে সাধারণ দলিল লেখকগন ও স্টাম ভান্ডারদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডাররা ইতিপূর্বে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে খুলনা সদর দলিল লেখকগন, খুলনার স্ট্যাম্প ভেন্ডারগন এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের সহকারীরা উপস্থিত ছিলেন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।