1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ – ১লা মে যশোর জনতার হাতে ধরা খেলেন বহু বিতর্কিত আওয়ামীলীগ নেতা আনোয়ারুল কবীর পুলিশের দুই কর্মকর্তার বিচার দাবিতে বিএনপির কেএমপি খান জাহান আলী থানা ঘেরাও  কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন ইউএনও রুলী বিশ্বাস দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন জয়ন্ত কুমার কুন্ডু গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের রাজপথের লড়াই চলমান রাখতে হবে খুলনা টেইলজি গ্রুপের ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন পারিবারিক শত্রুতার জের ধরে, খুলনা যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত কয়রায়  ভোটের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত কেশবপুরের সাংবাদিক এম,এ রহমান বললেন, নিজে ধান কাটা ছোট কাজ নয় ধর্ম যার যার দেশ সবার: জামায়াতের আমির যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল সেমিফাইনালে এক নম্বর ওয়ার্ড যশোরে ২৪ ঘণ্টার মধ্যেই গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের আল্টিমেটাম শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ খালেদা জিয়ার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকার মূল সড়কে চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশা: ডিএনসিসি প্রশাসক নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খান ও হচ্ছেন হত্যা মামলার আসামি দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি, স্যালাইন ও কলম বিতরণ বিএনপি কার্যালয় ভাংচুর মামলায় হ্যামকো গ্রুপের পরিচালক কারাগারে

সাধক পুরুষ কবিয়াল তারক গােঁসাইয়ের ১১০তম তিরোধান দিবস আজ

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || বাংলা কবিগানের অন্যতম পথিকৃৎ কবিয়াল তারক গোঁসাইয়ের ১১০তম তিরোধান দিবস আজ বুধবার। তিরোধান দিবস স্মরণ উপলক্ষে লোহাগড়ার জয়পুর কবিধামে ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মঙ্গলবার শুভ অধিবাস, বুধবার মহোৎসব ও বৃহস্পতিবার মীন মহোৎসব।

সাধক কবির তিরোধান তিথিকে ঘিরে লোহাগড়ার শহরের জয়পুরস্হ তারক গোঁসাইয়ের জন্মভিটা ‘গোঁসাই বাড়ি’, পাশের পরশমনি মহাশ্মশান, গোফাডাঙ্গার অশ্বিনী গোঁসাইয়ের লীলাভূমি এবং লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির সেজেছ অপরুপ সাজে। এ উপলক্ষে জয়পুরসহ আশেপাশের এলাকাজুড়ে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে বিভিন্ন দোকানিরা রকমারী পণ্যের পসরা সাজিয়ে বসেছে মেলায়।তিরোধান দিবসকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকেই নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ভক্ত-অনুরাগীরা কবিধাম জয়পুর গ্রামে আসতে শুরু করেছেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুুর গ্রামের ‘গােঁসাই বাড়ি’ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী র্তীর্থক্ষেত্র। গােঁসাইবাড়ি দেশের মতুয়া সম্প্রদায়ের কাছে অতি পরিচিত ও পূজনীয় নাম। এমন কোন মতুয়া খুঁজে পাওয়া যাবে না, যিনি লোহাগড়ার জয়পুর গ্রামের গােঁসাই বাড়ি দর্শন করেন নাই। ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত কিংবদন্তি এই গােঁসাই বাড়ি। ভক্ত-অনুরাগী কাছে জয়পুরের গোঁসাই বাড়ি দ্বিতীয় তীর্থক্ষেত্র হিসেবে পূজিত। লৌকিক জীবনের অন্যতম নিদর্শন লোহাগড়ার জয়পুর গ্রামের গোঁসাই বাড়ি।

ইতিহাস থেকে জানা গেছে ,নড়াইলের লোহাগড়া শহরের জয়পুর একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ। ছোট, শান্ত ও শীর্ণকায় বহমান নবগঙ্গা নদীর উত্তর-পশ্চিম পাড়ে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গােঁসাই বাড়ি। এই জয়পুর গ্রামে বাংলা ১২৫২ সালরে ১৫ ই অগ্রহায়ণ অমাবস্যা তিথীতে জন্মগ্রহণ করেন মতুয়া ধর্মের অন্যতম ধর্ম গুরু, যোগসিদ্ধ মহাপুরুষ তারক চন্দ্র সরকার। ভক্তকুলে তিনি ‘তারক গােঁসাই’ হিসেবে পরিচিতি লাভ করে ছিলেন।

তারক গোঁসাইয়ের পিতার নাম কাশীনাথ সরকার ও মাতার নাম অন্নপূর্ণা সরকার। কাশীনাথ ছিলেন একজন পেশাদার শিল্পী। কবিগান গেয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। এজন্য তিনি কবিগানের একটি দল গড়ে তুলে ছিলেন। কবিগান গেয়ে তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন।কিন্তুু দুঃখজনক হলেও অপ্রিয় সত্য যে, কাশীনাথ ও অন্নপূর্ণার ঘরে কোন সন্তান ছিল না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো। র্দীঘদিন ধরে কোন সন্তান-সন্ততি না হওয়ায় কাশীনাথ ‘পুত্রেষ্টী’ যজ্ঞ করেন এবং পরবর্তীতে অন্নপূর্ণার গর্ভে তারক গোঁসাই জন্মগ্রহণ করেন।তারক গােঁসাই ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী। সুর্দশন ও সৌম্যকান্তি তারক গােঁসাই বাল্যকাল থেকেই মানবসেবায় নিয়োজিত ছিলেন।

গায়ক পিতা কাশীনাথ কখনোই চান নাই,তারক গায়ক হোক। তিনি চেয়েছিলেন, সে লেখাপড়া শিখে অন্য কোন পেশায় নিয়োজিত হোক। এজন্য তারককে পাশের গ্রাম ছাতড়ার পাঠশালায় ভর্তি করা হয়। কাশীনাথের বাড়ির সামগ্রীক পরিবেশ পরিস্থিতি ও অন্য কবিয়ালদের আগ্রহে ছোটবেলা থেকেই তারক গােঁসাই সংগীতের সাথে জড়িয়ে পড়েন। আশে পাশের এলাকায় ছড়িয়ে পড়ে তার গানের সুনাম। তিনি বহু কবিগান ও কবিতা রচনা করে ছিলেন। এতদাঞ্চলের নিম্নবর্ণের মানুষের কাছে তিনি ‘দেবদূত’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

পিতা কাশীনাথ মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তারক গােঁসাই। পুরোপুরি লেগে পড়েন কবিগানের দল নিয়ে এবং নিজেই কবি গানের দল গড়ে তোলেন। তারক গোঁসাই তার দল নিয়ে বিভিন্ন অঞ্চলে কবিগান গাইতে শুরু করেন। চারিদিকে ছড়িয়ে পড়ে কবিয়াল তারক গোঁসাইয়ের নাম ও খ্যাতি।এ সময় তিনি নিজেকে পুরোপুরি কবিয়াল হিসেবে গড়ে তোলেন।

তারক গোঁসাই শুধু কবিগানই গাইতেন না, তিনি অজস্র কবিগান রচনা করেছিলেন। নিজের লেখা কবিগান গুলো সুর দিয়ে ছন্দের তালে হৃদয়গ্রাহী করে তোলেন তিনি।অপূর্ব সুরের জাদুকরী কন্ঠের অধিকারী ছিলেন তারক গোঁসাই। কবিগানের অন্যতম দিকপাল তারক গােঁসাই রচিত কবিতা ও কবিগানের সংখ্যা প্রায় দু’সহস্রাধিক। শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ তাঁর অমর সৃষ্টি।বাংলা ১৩২১ সালের ১৭ ফাল্গুন শিব চতুর্দশী তিথিতে তারক গোঁসাই ইহলোক ত্যাগ করেন। পাশের জয়পুর পরশমনি মহাশ্মশানে তার শেষ অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে তারক গোঁসাই কবিধাম পরিচালনা পর্ষদের অন্যতম কর্ণধার পরীক্ষিত গোঁসাই জানান, ‘মহাপুরুষ, সাধক কবি, রসরাজ তারক গোঁসাইয়ের ১১০ তম প্রয়াণ তিথীকে কেন্দ্র করে অত্র অঞ্চলজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন
করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সম্পাদক সাংবাদিক রূপক মুখার্জি বলেন , ‘মহা শিবরাত্রি ব্রত উৎসব ও চারণ কবি তারক গোঁসাইয়ের প্রয়াণ তিথি উদযাপন উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, উৎসব উপলক্ষে ব্যাপক নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।