এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা|| দিঘলিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় বেশ কিছু বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুল ইসলাম।
১ মার্চ শনিবার দিঘলিয়া উপজেলার উল্লেখযোগ্য পথের বাজার, সেনাটি বাজার, সহ ছোট্ট বড় অসংখ্য বাজার মনিটরিং করেন। এ সময় উক্ত বাজারের সকল ছোট বড় ব্যবসায়ীদের প্রতি নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান। এবং ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, খাদ্য মজুদ, থেকে বিরত থাকতে ও নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশনা প্রদান করেন। ফুটপাত দখল করে যাতে ব্যাবসা পরিচালনা না করা হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে বলেন।
পবিত্র মাহে রমজানকে ঘিরে কোন প্রকার অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য নিয়ে নয় ছয় করলে আইনানুগ ব্যবস্থা ও গ্রহন করা হবে। এসময় মাছ,মাংস, চাউল,ফল,মিষ্টি ও মুদি ব্যাবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেন।
বাজার মনিটরিং এ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আরো জানান পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং চলমান থাকবে । উক্ত বাজার মনিটরিংয়ে সহায়তা করেন দিঘলিয়া যৌথবাহিনী, দিঘলিয়া থানা পুলিশ, ও আনসার সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।