ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || ৬ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে নগরীর উত্তর বিভাগের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় উত্তর বিভাগের ৪ টি থানার যথা খালিশপুর, দৌলতপুর, আড়ংঘাটা এবং খানজাহান আলী থানার বিগত ছয় মাসের অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সফলতা এবং ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট অফিসারদেরকে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা পেলে কার্যকরী পুলিশিং ব্যবস্থার মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ কুতুব উদ্দিন-সহ নর্থ ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও সাব-ইন্সপেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।