শেখ মোঃ নাসির উদ্দীন|| ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওঃ আব্দুল আউয়াল বলেছেন, রমজান মাসের মূল শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন করা। মানুষের জীবনের সকলক্ষেত্রে আল্লাহভীতি অর্জন করতে পারলে এধরণের মানুষ দ্বারাই কেবল দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব।
মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকায় দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করতে পারে না। কোন প্রকার পাপ পঙ্কিলতায় জড়াতে পারে না। সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠিত হলে দেশ দুর্নীতিমুক্ত করা সম্ভব।
আব্দুল আউয়াল বলেন, রাষ্ট্রের সর্বত্র অশান্তি বিরাজ করছে। মানুষ মানুষকে খুন, হত্যা করছে। এমতাবস্থায় রমজানের শিক্ষা গ্রহণ করে আল্লাহর অর্জন করতে হবে।
ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বলেন, হিজাব নিয়ে নতুনভাবে চক্রান্ত শুরু হয়েছে। প্রকাশ্যে ধুমপান দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ একথা স্বরাষ্ট্র উপদেষ্টা স্মরণ করিয়ে দেয়ায় তার বিরুদ্ধে নাস্তিক্যবাদী শাহবাগীরা মাঠে নেমেছে। রমজান মাসে প্রকাশ্যে ধুমপান করা ইসলামের বিধি-বিধানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। অপরদিকে ওড়না ঠিক করে পরতে বলায় যুবককে গ্রেফতার।
এসব খুব ভাল লক্ষণ নয়। ফ্যাসিস্ট হাসিনার আমলে ইসলাম বিদ্বেষীদের দ্বারা ফেল করানোর হুমকি দিয়ে ছাত্রীদের হিজাব/নিকাব খুলতে বাধ্য করা, শ্রেণিকক্ষে শত শিক্ষার্থীর সামনে পর্দার কারণে মেয়েদের হয়রানি করা, ভাইভা বোর্ড থেকে পর্দাশীল প্রার্থীদের গালি দিয়ে কাঁদিয়ে বের করে দেয়ার মতো অসংখ্য ঘটনায় কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি কথিত এসব নারী স্বাধীনতাকামীদের। তাহলে পর্দা করতে বললে দোষ হয়? বাংলাদেশে রমজানের প্রতি ন্যূনতম সম্মানবোধ তো নেই-ই, এখন তথাকথিত নারীরা ইসলামের বিধানের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতা করছে।
শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫ টায় খুলনার পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কমিটির পরিচিতি, শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুল ও সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, আবু মোহাম্মদ বেলাল, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মোহা. আব্দুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির নবগঠিত কমিটির সহ সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব শেখ মারুফ, আলহাজ্ব আকবর আলী পাঠান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইকবাল মাহমুদ, হাফেজ শামীম হোসেন সাইফী, মেহেদী হাসান সৈকত, হাফেজ মোল্লা মেরাজুল হক, এইচ এম আরিফুর রহমান
মাওঃ আব্বাস আমিন, মাওঃ সোহরাব হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম লিটন, মাওঃ মুফতি দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান সরদার, মোঃ শাহজাহান পাটোয়ারী, আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুস সালাম সরদার, মোঃ মোস্তফা জামান, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, মোঃ শাকির হোসেন, মোঃ মনির শেখ, মোঃ আব্দুল জব্বার, মোঃ হাফিজুর রহমান, আব্দুল মোতালেব, আলহাজ্ব ডাঃ সেলিম হোসাইন, আব্দুস সোবহান, মোঃ মহিদুল ইসলাম, আবু হানিফ, মোঃ শাহজাহান হাওলাদার, আব্দুর রহমান ডালিম, হাফেজ সোলায়মান হাওলাদার, মুন্সী বশির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন আশরাফুল ইসলাম লিটন, ইসলামী যুব আন্দোলনের মোহাম্মদ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ সাব্বির আহমেদ, মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সোনাডাঙ্গা থানার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।