বেনাপোল প্রতিনিধি|| ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে যশোরের বেনাপোল স্থল বন্দরে ৬ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (৬)ই মার্চ তাদের আটকেল পর এ ধরনের অপরাধ করবেন না এ মর্মে মুসলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আটকৃত ভারতীয় যাত্রীরা হলেন, কলকাতার আহমেদ মোসাইন, সগীর হোসেন, জিন্নাত খাতুন, রেশমা খাতুন নুদরাত আরা ও পারভীন শাহীন।
আটককৃতরা জানান, তারা ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করে থাকেন।
গত ৫ই মার্চ তারা আকাশপথে বাংলাদেশে এসেছিলেন, বন্দর দিয়ে ভারতে ফিরছিলেন, ভ্রমণ কর আর রশিদ কলকাতা থেকে একজন পাঠিয়েছিলেন।
সীমান্ত পার হওয়ার সময় কাস্টম রশিদ পরীক্ষা নীরিভক্ষা করলে তাদের এই জালিয়াতি ধরা পড়ে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, সন্দেহজন হওয়ায় পাসপোর্ট ধারিদের ভ্রমণ করের রশিদগুলো জাল বলে নিশ্চিত করা হয়।
পরে কাস্টম কর্তৃপক্ষ ঐ যাত্রীদের নতুন করে, কর কেটে ভারতে প্রবেশ করার বন্দোবস্ত করে দেওয়া হয়।
এ বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজীব নাজির বলেন, বেনাপোল চেক পোস্টে ভ্রমন কর জালিয়াতি একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।
এ ধরনের একটি গোপন সংবাদ আমাদের কাছে আসে পরবর্তীতে বিষয়টি কাস্টম কর্তৃপক্ষের আমরা অবহিত করি।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ভ্রমণ কর জালিয়াতি চক্র ধরা পড়লেও, তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা না নেওয়ায়, এ ধরনের অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সহসায় বন্ধ হচ্ছে না এ জালিয়াতি।
বেনাপোল প্রতিনিধি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।