ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ৯ মার্চ ২০২৫, খুলনা সদর থানাধীন জেলখানা ঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখা। খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে আয়োজিত এ মানববন্ধন করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. শামীম হাওলাদার, সংগঠক এম. এ. কাদের, সদস্য তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দাবিসমূহ:
১. রূপসা, তেরখাদা, দিঘলিয়া, কালিয়া ও মোল্লাহাট উপজেলার পাশাপাশি গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলার মানুষের জন্য খুলনা জেলখানা ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই ঘাট ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণ না হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ।
২. পারাপারের দীর্ঘসূত্রিতার কারণে অসংখ্য রোগী যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে মৃত্যুবরণ করেছেন, যা নিয়মিত ঘটছে।
৩. স্থানীয় প্রভাবশালীরা জনগণের দুর্ভোগের কথা বিবেচনা না করে ঘাট ব্যবস্থাকে তাদের ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করছে। স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ এই ঘাটে ব্রিজ নির্মিত না হওয়ার এটিই প্রধান কারণ।
৪. অফিসগামী ও সাধারণ জনগণের সময়ের অপচয়, যানজট ও দীর্ঘ ভোগান্তি লাঘবে দ্রুত ব্রিজ নির্মাণ জরুরি।
৫. ট্রলার ও ফেরি ব্যবসায়ীদের সিন্ডিকেট সবসময় ব্রিজ নির্মাণের বিপক্ষে অবস্থান নেয়, যাতে তাদের ব্যবসায় কোনো প্রভাব না পড়ে। জনগণের স্বার্থকে উপেক্ষা করে এই সিন্ডিকেট অবৈধভাবে ঘাট পরিচালনা করছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। জনসাধারণের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।