ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| অদ্য ১৩ ই মার্চ দুপুর ১৪.৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনার সম্মেলন কক্ষে বিশেষ কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, রখফার সুলতানা খানম (পিপিএম-সেবা), ডিআইজি (অপারেশনস্-দক্ষিণ), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। সভার সভাপতিত্ব করেন জনাব, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন, খুলনা।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, জনাব মোহাম্মদ নাসিম খান, যশোর হাইওয়ে সার্কেল এবং অত্র ইউনিটের আওতাধীন থানা/ফাঁড়ি/ক্যাম্পের অফিসার ইনচার্জগণ। উক্ত সভায় প্রধান অতিথি মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কর্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মুলতবি মামলা নিষ্পত্তি সহ জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।