1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধকৃত পাটকলসহ সকল মিল-কলকারখানা চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ফকিরহাটে শ্রমিক সমাবেশ যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত যশোরে রামনগর এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের আক্রমণের উপসর্গ অনুসন্ধান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি ও সমাবেশ মহান মে দিবস উপলক্ষে খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) আয়োজিত র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ সাতক্ষীরার কালিগঞ্জে মহান মে দিবস পালন ও শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না- মাওঃ আব্দুল আউয়াল কুয়েটের উপাচার্যের দা‌য়ি‌ত্বে চুয়েট অধ্যাপক খুলনায় নানান আয়োজনে মহান মে দিবস পালিত খুলনায় ব্যাংক জালিয়াতি: প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার ইশরাককে মেয়র ঘোষণায় এনসিপির উদ্বেগ কুয়েট-ভিসি ইস্যু কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা, প্রাণে বাঁচলেন- রাতুল হাসান লাউডোব ফেরিঘাটে এ.ডি.পি এর উদ্যোগে পানির ট্যাংক ও সেলাই মেশিন বিতরণ কয়রায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে খালিশপুর সমাবেশে বটিয়াঘাটা উপজেলা বিএনপি কেশবপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ – ১লা মে যশোর জনতার হাতে ধরা খেলেন বহু বিতর্কিত আওয়ামীলীগ নেতা আনোয়ারুল কবীর পুলিশের দুই কর্মকর্তার বিচার দাবিতে বিএনপির কেএমপি খান জাহান আলী থানা ঘেরাও 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম|| বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কয়রা উপজেলার বিভিন্ন স্থানে এক বিশাল জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য এবং ফ্যাসিবাদমুক্ত তারুণ্যের কয়রা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শোভাযাত্রার সূচনা হয় কয়রা উপজেলা সদরের মধুরমোড় থেকে, এবং এটি কাটকাটা, বেদকাশি সহ উপজেলার প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রা ও জনসংযোগের মাধ্যমে চলতে থাকে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব এর সভাপতিত্বে ও আশিকুল ইসলাম জীবন এবং ইমদাদুল হক টিটু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারাবরণকারী ছাত্র নেতা এবং বৈঃছাঃআঃ খুলনা জেলার যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম, যুগ্ন সদস্য সচিব শাহিন আলম, সহকারী মুখপাত্র হাফিজুল ইসলাম হাফিজ, এবং কার্যকরী সদস্য খায়রুল ইসলাম সুমন।

এছাড়া, উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতছিলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদি হাসান, সুলতান সালাউদ্দিন, এবং সিনিয়র একটিভিস্ট দেব্রত দেবু ও রিয়াজ।

এদিনের জনসংযোগে উপজেলার বিভিন্ন প্রান্তে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা হয়, এবং তাদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। জেলা যুগ্ন আহবায়ক মহরম হাসান মাহিম তার বক্তব্যে বলেন, “এই আন্দোলন শুধু কয়রা নয়, বরং সমগ্র দেশের তারুণ্যকে জাগ্রত করবে, এবং ফ্যাসিবাদমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে।”

যুগ্ন আহবায়ক,মহরম হাসান মাহিম তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো কয়রা উপজেলাকে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা, যেখানে আমাদের যুবসমাজ নিজেদের ভবিষ্যৎ দেখতে পাবে। আমরা সকল প্রকার সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে চাই, যাতে কয়রা বাসী নিরাপদে এবং সুষ্ঠু পরিবেশে জীবনযাপন করতে পারে। এই আন্দোলনের মাধ্যমে আমরা স্থানীয় দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, এবং ফ্যাসিবাদমুক্ত কয়রা গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

“সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব তার বক্তব্যে বলেন, “আমরা একটি তারুণ্য নির্ভরশীল, ফ্যাসিবাদমুক্ত ও মাদকমুক্ত কয়রা গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো, সকল প্রকার বৈষম্য, অমীমাংসিত সমস্যা, এবং অন্যায় শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আজকের এই শোভাযাত্রা এবং জনসংযোগ কেবলমাত্র একটি প্রথম পদক্ষেপ, আমরা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী এবং বিস্তৃত করব, যাতে দেশজুড়ে একটি সুস্থ ও সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করা যায়।”

আয়োজনটি সফলভাবে শেষ হওয়ার পর, তাদের উদ্দেশ্য বাস্তবায়নে একত্রিত থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।