এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার || সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র মাহে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কাঠুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের সততা, নিষ্ঠা এবং কুরআন ও রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে চর্চা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করে একটি সাম্য, মানবিক ও আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বিগত ১৫ বছরের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধসম্পন্ন গল্প ও কবিতা বাদ দেওয়ার কঠোর সমালোচনা করেন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং সাবেক কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি গাজী মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুজ্জামান হাবিবী। এছাড়া মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্য আরিফুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করেন।
এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মাজিদ, মাধ্যমিক স্কুল পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সেমিনার ও ইফতার মাহফিলের আহ্বায়ক ও তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু দাউদ, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. শরিফুল ইসলাম, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ এ. আর. আশকারী, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সহ-সভাপতি আ. মান্নান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।