খুলনার খবর।। ২৩ শে মার্চ দুপুর ০১;৪৫ ঘটিকার সময় খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া শরিফাবাদ মসজিদের সামনে ২৮ নং ওয়ার্ড বাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন সভাপতিত্ব করেন বিএল কলেজের প্রফেসর ডঃ মোহাম্মদ হানিফ মল্লিক।
উপস্থিত ছিলেন, ২৮ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আমিরুল হাসান বাবু, যুবদলের সদস্য ইব্রাহিম হোসেন রানা, ২৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য হেলাল মোল্লা প্রমুখ।
স্থানীয় এলাকাবাসী এবং মুরুব্বিগণ মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ দক্ষিণ টুটপাড়া শরিফাবাদ মসজিদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। অভিযোগ, অত্র এলাকাবাসি বলেন, মাদকের ছোবলে যুব সম্প্রদায় দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, স্থানীয় প্রশাসন যদি দ্রুত এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বরং তাদের সাথে গোপনে সখ্যতা বজায় রাখছে , এবং এদেরকে এলাকাবাসী কিছু বললেই নিজেদের বাড়ি নিজেরাই ভাঙচুর করে, প্রতিবাদকারীদের বিরুদ্ধে, চাঁদাবাজি মামলা দায়ের করে, হামকি, দমকি, ভয় ভীতি দেখায়, এসব মাদক ব্যবসায়ের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে নিরুপায় হয়ে আজ মানববন্ধনে।
মানববন্ধনে বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান জানান। তারা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া গণ্যমান্য ব্যক্তির বর্গ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের ধ্বংসের কারণ। আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশ নেয়। তারা “মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন” ও “মাদকমুক্ত সমাজ চাই”—এমন নানা স্লোগান দেন।
এই মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান জানিয়েছে এবং প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।