মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি || বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোজ সোমবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বাঘারপাড়া উপজেলা জামায়াতের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিশে শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, উপজেলা কর্মপরিষদের সদস্য মো. রিয়াজুল ইসলাম, আব্দুল হাই, যুব সভাপতি মতিউর রহমান ও পৌরসভার সেক্রেটারি আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করেন এবং ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
এছাড়া তিনি সাংবাদিকদের প্রতি সমাজের বৈষম্য ও বিভিন্ন ঘটনা নিরপেক্ষভাবে প্রচারের আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।