এস.এম.শামীম, দিঘলিয়া||কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক রুপসা, তেরখাদা, দিঘলিয়া ধানের শীষ এর প্রার্থী আজিজুল বারী হেলাল এর পক্ষে দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন এর চন্দনী মহল খেয়াঘাট ও দিঘলিয়া ইউনিয়ন এর বার্মাসীল ঘাটের ৪ শতাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের খুলনা জেলার নেতৃবৃন্দ।
গত শনিবার ২৯ মার্চ সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী চন্দনী মহল খেয়াঘাট ও দুপুর ২টা দিঘলীয়া সদর ইউনিয়ন বার্মাসীল ঘাটে ঈদ উপহার বিতরণ অনুস্ঠান উপজেলা যুবদলের আহবায়ক কুদরতি ইলাহী স্পিকারের সভাপতিত্বে ও গাজী মনিরুল হাসান ও আব্দুল কাদের জনি র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপহার বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রনু তার বক্তব্য এ বলেন দীর্ঘ ১৭ বছর আওয়ামী সন্ত্রাসী দের কারনে আমরা জনগনের কাছে যেতে পারি নাই, এখন সময় এসেছে সুখে দূঃখে সাধারণ মানুষের পাশে দাড়ানোর সেজন্য ই এ অন্চলে র প্রিয় নেতা জননেতা আজিজুল বারী হেলাল ভাই ঈদ উপহার দিয়ে পাঠিয়েছেন, আগামীদিনে ও বি এন পির নেতাকর্মী রা সাধারণ মানুষের পাশে থেকে তারেক রহমানের নিরাপদ উন্নয়ন শীল বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।
প্রধান বক্তাঃ হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, নাজমুল মোল্লা,সেতারা সুলতানা,সাদ্দাম হোসেন, সৈয়দ রাশেদুজ্জামান রাশেদ, মোসলেম উদ্দিন, আব্দুল কালাম আজাদ, হাসান, নয়ন মোড়ল, মেহম্মাদ আলী টুটুল, হিমেল গাজী, রাসেল ফরাজী, রিদয় আহম্মেদ,আনোয়ার হোসেন, ডাঃ এস এম মেহেদী হাসান, আনোয়ার হোসেন ২, সেখ ফরিদ আহম্মেদ, এনামুল হক,সাজ্জাদ, সোহেল রানা, হাসিব গাজী,আজাদ, ওহিদুজ্জামান শুভ, লিটন, বাবুল আহম্মেেদ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।