আমজাদ হোসেন নওগাঁ ||নওগাঁর মান্দায় ৩.৫ লাখ টাকার নিষিদ্ধ জাল উপজেলার গুলহারিয়া মৎস্য অভয়আশ্রম আত্রাই নদীর আশেপাশের এলাকা থেকে এ সকল জাল জব্দ করে (শনিবার ২৯ এ মার্চ) পরে এ সকল জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে এসব জব্দকৃত জালে আগুন দেওয়া হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া বলেন, “নদী ও জলাশয়ে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং পরিবেশের ক্ষতি হয়। উপজেলার আত্রাই ও শীব নদীর বিভিন্ন মৎস্য অভয়াশ্রম থেকে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।