জাহিদুল ইসলাম, কয়রা(খুলনা)প্রতিনিধি||ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি থাকলেও কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছে।
কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মাঠ পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (এফ,ডাব্লিউ,সি) সদর ক্লিনিক ও এমসিএইচ ইউনিট সমূহ খোলা রেখে গর্ভবতীদের এএনসি,পিএনসি, সাধারণ রোগী , কিশোর কিশোরীদের, শিশু ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে , মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে ছুটিকালীন সময়ে সাধারণ রোগী ১৮০, শিশু ৫১, এএনসি ২৩,পিএনসি ৬,এমআর প্যাক ৪, খাবারবড়ি ২৭, ইনজেকশন ৪ ও কিশোর কিশোরী ১০ জনকে সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উত্তর বেদকাশী মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবা গ্রহীতা সেবা গ্রহণ করছেন। তাদের একজন বড়বাড়ী গ্রামের আব্দুর রহিম গাজীর সাথে কথা হলে তিনি বলেন, এই গরমে এবং ঈদের সময়ে শিশুসহ সাধারণ মানুষ অসুস্থ হয়। এ সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের (এফ,ডব্লিউ,সি) কেন্দ্র সমূহ খোলা থাকায় তারা স্বাস্থ্য সেবা নিতে পেরে অনেক খুশি।
তিনি ছুটিকালীন সময়ে এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানান। কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শুভ্যমনিয়াম বলেন, টানা ৯ দিনের ছুটিতেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেবা অব্যহত রেখেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।