ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনার অভিযাত হোটেল গ্রান্ড প্লাসিডের সুইমিংপুলে ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফালাক (৫) গুরুতর আহত হয়েছে। সাত্তার বিশ্বাস সড়ক নিবাসী শিশুটির বাবা ফারুক আকন জানান, ঈদুল ফিতরের ঠিক ২য় দিন (১ এপ্রিল মঙ্গলবার) রাত ১০ টায় ফালাক তার বাবা মায়ের সাথে খুলনার ময়লাপোতা থেকে শের-এ- বাংলা রোডে অবস্থিত গ্রান্ড প্লাসিড হোটেলে খাবার খেতে যায় শিশুটি। খাবার অর্ডার করে দেরি হওয়ায় সুইমিংপুলে ঘুরতে যায় পরিবারের সকলে।
ওই পুলের রেলিংয়ে জড়ানো ছিলো বিদ্যুতের লাইটিং তার। ফালাক ছবি তুলতে রেলিংয়ে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট এর কারনে ফালাকের ডান হাতের নিচের একাংশ পুরে খত হয়ে যায়। শিশুটির বাবা-মা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে শিশুটি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে হোটেল কর্তৃপক্ষ জানায়, লাইটিংকারী প্রতিষ্ঠানের ফল্ট বলে কর্তৃপক্ষ জানান। উক্ত ঘটনার বিষয়, শিশুটির বাবা মোঃ ফারুক আকন খুলনা সদর থানায় হাজির হইয়া হোটেল দা গ্রান্ড প্লাসিড এর নামে একখানা সাধারণ ডায়েরী করেন। যাহার তারিখ- ০৩ এপ্রিল ২৫। জিডি নং- ১৬২।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।