খুলনার খবর ||খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (১৮) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে৷ দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায় ৷ তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (০৬ এপ্রিল) আনুমানিক রাত ১১ টায় খুলনা নগরী জাতিসংঘ পার্কে এ হামলার ঘটনা ঘটে। পলাশ খুলনা সদর থানাধীন মতলোবের মোড়ের বাসিন্দা মো: আব্দুল হামিদ খানের পুত্র৷
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর জাতিসংঘ পার্কে পুর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পলাশকে ছুরি মেরে পালিয়ে যায়৷
ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে গেছে। তাকে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।
দুর্বত্তের ধরতে এলাকায় অভিযান অব্যাহত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।