ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনা ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসি এবং Dominus পিজা, শিববাড়ি মোড়ের বটা শো রুম/ ব্রাঞ্চ ভাঙচুর করেছে তৌহিদী জনতা। সোমবার ৭ই এপ্রিল বিকাল সাড়ে ছয়টা থেকে সাতটায় এই হামলাও ভাঙচুর চালানো হয়।
এই দিন বিকাল তিনটায় নাগরীর শিববাড়ি মোড়ে ইসরাইলে বর্বাচিত হামলা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে, মিছিল চলাকালে তৌহিদ জনতার এক অংশ কেএফসির, Dominus পিজা, এবং শিববাড়ি মোড়ে বাটার শোরুম (ব্রাঞ্চ) এ হামলা ও ভাঙচুর করে।
হামলা ও ভাঙচুরের সময় বাহিরের গ্লাস ও ভিতরের আসবাবপত্র সবকিছু বাইরে ফেলে দেয়।
এ সময় ময়লাপোতা, শিববাড়ি মোড়ে সড়কে অবস্থানরত তৌহিদী জনতার একাংশ দেশের সকল ধরনের ইসরাইলি পণ্য ব্যবহারে ও বিক্রি বন্ধের হুশিয়ারী করেন।
এ প্রসঙ্গে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর হয়েছে।
পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।