বেনাপোল প্রতিনিধি ||বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট সুবিধা প্রত্যাহার করেছে ভারত। এই ট্রানজিটের মাধ্যমে ভারতীয় ভূখণ্ড ব্যবহার তৃতীয় কোন দেশে পন্য রপ্তানি করতে পারত বাংলাদেশের ব্যবসায়ীরা ও রপ্তানিকারকরা।
মঙ্গলবার ৮ ই এপ্রিল জারি করা নির্দেশনা কাস্টম এর মাধ্যমে কার্যকর হওয়ায় ভুটান, নেপাল ও মিয়ানমারের মধ্যে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার সকল সুযোগ বন্ধ হয়ে গেল।
বৃহস্পতিবার( ১০)এপ্রিল, এ ঘটনায় পাঁচটি পন্য বোঝাই ট্রাক ফেরত গেছে ঢাকায়।
ভারতের পেট্রোপল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, স্থল বন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছে, কাস্টম এ চিঠি আলোকে ট্রানজিট সুবিধা পণ্য বেনাপোল থেকে পেট্রপোল বন্দরে প্রবেশ বন্ধ রয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত সরকার ট্রানজিট সুবিধা বাতিল করাই, আজ পণ্য বোঝাই পাঁচটি ট্রাক ঢাকায় ফেরত গেছে।
বেনাপোল স্থল বন্দরের পরিচাল ট্রাফিক শামিম রেজা বলেন, ভারত ট্রানজিট বাতিল করায়, পেট্রাপোল কাস্টম থার্ড কান্টির কোন কার্পাস ইস্যু করেনি। ভারত ট্রানজিট সুবিধা বাতিল করাই, বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে এবং বাংলাদেশ থেকে ভারতে সকল প্রকার রপ্তানিবাহী ট্রাক যাতায়াত স্বাভাবিক রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।