ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর||১১ ই এপ্রিল আনুমানিক সন্ধ্যা ৮:৩০ ঘটিকায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বয়রা খ্রিস্টান পাড়া এলাকায় একটি গুরুতর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মোঃ রিপন (২৬), পিতা: আসলাম শেখ, সাং: মিল্কি দেয়ারা, থানা: রূপসা, জেলা: খুলনা — উক্ত সময়ে বৃষ্টি (২০), পিতা: বোরহানউদ্দিন, সাং: খ্রিস্টান পাড়া, থানা: খালিশপুর, খুলনা মহানগরীর সাথে দেখা করতে আসেন।
উক্ত স্থানে পূর্ব থেকেই অবস্থান করছিল হৃদয় (২৫), পিতা: শের আলী, সাং: কাটাখালি, থানা ও জেলা: বাগেরহাট। বৃষ্টি নামক মেয়েটিকে কেন্দ্র করে রিপন ও হৃদয়ের মধ্যে সম্পর্কজনিত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পূর্বের শত্রুতার জেরে হৃদয় ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে রিপনের বাম বগল, বাম হাতের আঙুল ও বুকের মাঝখানে আঘাত করে গুরুতর জখম করে এবং তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে বৃষ্টি আহত রিপনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং রাত ২০:১০ ঘটিকায় তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ২০:৫০ ঘটিকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। এরপর রিপনের স্বজনরা বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রাত ২১:৩০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ বিষয়ে খালিশপুর থানার প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি খুলনার খবর কে বলেন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।