মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি ||যশোরের শার্শায় অনাড়ম্বর পরিবেশে ও জাকজমকপূর্ন ভাবে ১লা বৈশাখ শুভ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ই) এপ্রিল সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিরম পৃথক, পৃথক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
শার্শা উপজেলা সদরে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে যশোর বেনাপোল মহাসড়কে উপজেলা চত্বর হতে স্টেডিয়াম পর্যন্ত, পায়ে হেঁটে মঙ্গল শোভাযাত্রা ও র্যালি বের করে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজির হাসানের সভাপতিত্ব, র্যালিতে অংশগ্রহণ করেন, শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শার্শা উপজেলা কলেজ ও স্থানীয় নার্সারি স্কুল, বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষার্থীরা সহ স্থানীয় কিশোর, কিশোরী, যুবক, যুবতীরা বিভিন্ন রংবেরঙের বৈশাখী পোশাক পরে ও জাতীয় পতাকা, বিভিন্ন ফেষ্টুন, ব্যানার বহন করে মঙ্গলসভা যাত্রা ও র্যালীতে স্বফূর্তভাবে অংশ গ্রহণ করেন এবং র্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ দিন উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন মুখরোচক পিঠা, গরুর গাড়ি, নববধূর সাজ, একতারা,,দোতারা ও ঢাকঢোল বাদ্যযন্ত্রের ষ্টল প্রতিষ্ঠা করা হয়।
এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
অপরদিকে শার্শা উপজেলা বিএনপি আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও র্যালি বের করেন, র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল দল, কৃষক দল,, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ করেন। পৃথক শুভ বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, র্যালি শেষে বক্তব্য রাখেন,
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজির হাসান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাং গঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু।
এ সময় সালাহউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফিজ্জোহি সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হাসান খান, সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা গৌতম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান আরা জাহান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে শীর্ষ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
বর্শবরণ শেষে উপজেলা চত্বরে স্থানীয় ও আমন্ত্রিত অতিথি সংগীত শিল্পীদের অংশগ্রহণে, মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।