খুলনার খবর || যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিব মোঃ আলী হাসানের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, চিকিৎসকের অবহেলার কারণে আনোয়ারা খাতুন (৬০) নামে হাসপাতালের একজন প্রাক্তন নার্সিং সুপারভাইজার মৃত্যুবরণ করেছেন।
মৃত আনোয়ারা খাতুনের স্বামী খন্দকার মাসুদুল হক গত ২০ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ৪ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে গুরুতর শ্বাসকষ্টে ভুগতে থাকা স্ত্রীকে জরুরি বিভাগে নেয়া হয়।
রোগীর অক্সিজেন স্যাচুরেশন ছিল মাত্র ২৭ শতাংশ। কিন্তু বারবার ডাকাডাকি করেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে পাওয়া যায়নি।
অভিযোগে আরও বলা হয়, চিকিৎসক উপস্থিত হয়ে রোগীকে পর্যবেক্ষণ না করে উল্টো বিরক্তি প্রকাশ করেন এবং রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
যথাযথ চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থার অবনতি ঘটে এবং রাতেই তিনি আইসিইউতে মৃত্যুবরণ করেন।তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, লিখিত অভিযোগের একটি কপি তারা পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোগী জরুরি বিভাগে পৌঁছানোর ১৮-২০ সেকেন্ডের মধ্যেই ডা. হাসিব তার কাছে যান। ব্যবস্থাপত্র প্রস্তুতের সময় কিছুটা বিলম্ব হয়, যার কারণে স্বজনদের সঙ্গে কথাকাটাকাটি ঘটে।
এ ঘটনার তদন্ত চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।