নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও লোহাগড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ফকির মিরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মো: বাদশা কাজী, মো. সাজ্জাদুর রহমান কচি, মো. কামরুল ইসলাম মিন্টু, মো. লিটন কাজী, মো. অনিক কাজী।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যশোর, সাতক্ষীরা ও ঢাকা থেকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য ফকির মিরাজুল ইসলাম ওরফে মিরাজ ফকিরকে (৬০) নিজ বাড়িতে যেয়ে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. রওশন কাজীর নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়।
এসময় মিরাজ ফকিরের সাথে থাকা তার ভাই,মেয়েসহ অপর ৪/৫ জনকে কুপিয়ে গুরুতর জখম করে। এর আগেও মিরাজ ফকির একই আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ডান পা হারান।
জানা গেছে, আহতরা কেউ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেউ ঢাকা পঙ্গু হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।