খুলনার খবর ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা*চেষ্টা মামলায় এবার ১৭ জন অভিনয়শিল্পী কে আসামি করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা ও জায়েদ খান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক। তিনি জানান, আদালতের নির্দেশে একটি হত্যা চেষ্টা মামলায় মোট ২৮৩ জনকে আসামি করা হচ্ছে।
মামলার প্রক্রিয়া চলমান থাকায় কিছুটা সময় লাগছে।
এর আগে ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামে একজন এ মামলার আবেদন করেন। এতে ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহত হওয়ার ঘটনায় ২০ এপ্রিল আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ ৪০৭ জনকে আসামি করা হয়।
ওই তালিকায় ইরে*শ যাকেরের নামও রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।