মোঃফয়সাল হোসেন কয়রা, প্রতিনিধি ||খুলনার কয়রায় শিক্ষার্থীদের পরোক্ষ ভোটের মাধ্যমে কপোতাক্ষ মহাবিদ্যালয় ও খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজে পাশে এ ভোটগ্রহণ শুরু হয় যা চলে দুপুর দুটা পর্যন্ত।
এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাফি ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, সাহেদ হাসান, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান বেল্টু, এম এ হাসান, গোলাম মোস্তফা তুহিন, সাবেক সাধারণ সম্পাদক খুলনা জেলা ছাত্রদল, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, ইলিয়াজ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন ,ফিরোজ মাহমুদ,মোঃআবু জাফর।
ইহা ছাড়া কয়রা উপজেলার বি এনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে ২টি কলেজে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে সাতজন প্রতিদ্বন্দিতা করেন। শিক্ষার্থীরা বুথে প্রতক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয় মামুন হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সাইফুল্লাহ । খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয় মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুস সাদিক রানা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।