খুলনার খবর ||খুলনায় এই সর্বপ্রথম অফিসিয়ালি ইলেকট্রিক বাইক আনলো টেইল জি । গতকাল ৩০ এপ্রিল বুধবার নগরীর গল্লামারি এম এ বারি সড়কে ইভি কর্নার নামে একটি ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন হয়।
টেইলজি ও এডিশন গ্রুপের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত খুলনায় এটি সর্বপ্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের শোরুম। সর্বপ্রথম ফিতা কেটে কেটে উদ্বোধন করেন শোরুমটির স্বত্বাধিকারী সেলিনা নাসরিন।
এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল করিম হামিম, হেড অফ বিজনেস রেজাউল হাসান, সেলস ম্যানেজার ওবায়দুল ইসলাম পলাশ, হেড অফ সার্ভিস হৃত্বিক রায়, সেলস এক্সিকিউটিভ লিটন দাস অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, খুলনায় এই প্রথম ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন হলো। এই কোম্পানির যশোর, পাবনা, বগুড়া, মেহেরপুর, রাজশাহী ও ঢাকাতে শোরুম রয়েছে ।
বাইকগুলো পরিবেশ বান্ধব ও টেকসই। এই বাইকগুলো মাত্র ১৫ থেকে ২০ টাকার বিদ্যুৎ চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে। চার্জ হতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা। এখন পর্যন্ত সাইবেই ও মেংশু নামে দুইটি মডেল বাজারে এসেছে।
সাইবেই ১৫০০ ওয়াট সম্পন্ন, যেটা ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে। মেংশু এক হাজার ওয়াট সম্পন্ন এবং চলবে ৮৫ কিলোমিটার।
এছাড়া অন্যান্য মোটর বাইকের মত রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফির ঝামেলা নেই। এছাড়া দুমাস পর থেকেই কিস্তিতে বাইক ক্রয় করা যাবে বলে জানিয়েছেন তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।