জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি||“সরকারি-বেসরকারি আর নয় ভেদাভেদ, শিক্ষকের একটাই পরিচয় – মানুষ গড়ার কারিগর” – এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কয়রা উপজেলা উত্তর জোনের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ মে, বৃহস্পতিবার, বিকাল তিনটায় হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুম বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর দাবির মিলনমেলায় পরিণত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অঞ্চল কমিটির সভাপতি অধ্যাপক ধীমান চন্দ্র বিশ্বাস। সমিতির প্রাক্তন সভাপতি অরবিন্দ কুমার মন্ডল সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএ অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মিয়া তৌহিদুল ইসলাম। শিক্ষক বরুন কুমার বৈরাগীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বেসরকারি শিক্ষকরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন।
বক্তারা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধার আকাশ-পাতাল পার্থক্যের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়, প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার, মনোজ কুমার বর্মন, ভুমানন্দ মন্ডল, কয়রা উপজেলা শিক্ষক সমিতি দক্ষিণ জোনের সভাপতি রমেন্দ্রনাথ রায়, কোষাধ্যক্ষ রনজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক জহরুল হক, শাহিন মাহমুদ, গৌরপদ বর্মন সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ বলেন, একই সিলেবাসে পাঠদান এবং সমপরিমাণ শ্রম দেওয়া সত্ত্বেও বেসরকারি শিক্ষকরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন।
এই বৈষম্য কেবল শিক্ষকদের জীবনযাত্রাকেই দুর্বিষহ করে তুলছে না, বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নের পথেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ধীমান চন্দ্র বিশ্বাস আবেগপূর্ণ কণ্ঠে বলেন, “যারা জাতির ভবিষ্যৎ নির্মাণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে – এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বেসরকারি শিক্ষকরা সমাজের স্তম্ভ। তাঁদের মর্যাদা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি অবিলম্বে সরকারের কাছে বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য বিটিএ কয়রা উপজেলা উত্তর জোনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সকলের সম্মতিক্রমে ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার সভাপতি এবং কর্মঠ ও অভিজ্ঞ শিক্ষক নেতা, হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বর্মন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে বেসরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধি, সরকারি শিক্ষকদের ন্যায় পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সকল বৈষম্য দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়।
শিক্ষক সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার তাঁদের যৌক্তিক দাবির প্রতি সংবেদনশীল হবে এবং দ্রুত এই সমস্যার সমাধান করবে।
কয়রার এই সম্মেলন বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করলো, এমনটাই মনে করছেন শিক্ষক সমাজের প্রতিনিধিরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।