খুলনার খবর ||৫ ই আগষ্ট পরবর্তী সময়ে বিএনপি নেতা কর্তৃক অবৈধভাবে জমি দখল, ফসলী জমিতে বালু ভরাট ও প্রতারণা, হয়রানী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাকোপ উপজেলার ১নং পানখালী গ্রামের খলিশা গ্রামবাসীর পক্ষে হিরন্ময় রায়।
৩ রা মে শনিবার খুলনা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় তিনি বলেন, পানখালী খলিশা গ্রামে এ্যাভেনগার্ড শিপইয়ার্ড লিমিটেড কোম্পানী নামীয় একটি কোম্পানী শিপইয়ার্ড নির্মানের জন্য জমি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করে।
এ সময় গ্রামবাসী তাতে বাঁধা দেয়। তারপরও তৎকালীন আওয়ামী লীগ সরকারের লোকজন প্রভাব খাটিয়ে কয়েকজন জমির মালিকের কাছ থেকে জমি কিনে নেয়।
অন্য জমির মালিকদের হুমকি ধামকি দিতে থাকে। ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আওয়ামী লীগ সরকারের পর উক্ত কম্পানির পক্ষে স্থানীয় বিএনপি নেতারা জমি বিক্রির করার জন্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, দাকোপ থানা বিএনপির আহবায়ক অসিত বরণ সাহা, সদস্য সচিব মান্নান খান, দাকোপ পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর শেখ, সদস্য সচিব আলামিন সানা গত বছরের ২০ নভেম্বর চার থেকে পাঁচ শতাধিক নিয়ে এলাকাবাসীর বসতভিটা ও ফসলী জমি জবর দখল করে এবং আধা পাকা ধানের মধ্যে বালি ভরাট করে।
এমতঅবস্থায় তারা বাঁধা প্রদান করতে গেলে বিএনপির নেতা কর্মীরা তাদের প্রাণ নাশের হুমকি দেয়। মিথ্যা মামলা দিয়ে এলাকা ছারার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৬ নভেম্বরের একটি মামলায় আওয়ামী লীগ নেতাদের সাথে ঐ গ্রামের জমির মারিক মুকুল চন্দ্র রায়, অনিমল রায়, কৃস্ণপদ রায়, চিন্ময় রায়ে দেওয়া হয়েছে।
অথচ এই চারজন কখনই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। এখন তারা নিজেদের জমি ও জমির ফসল হারিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
এ কারনে তিনি ও গ্রামবাসীর জিবনের নিরাপত্তা চেয়ে ও তাদের জমি ও ফসলের ক্ষতিপূরণ দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।