1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না: তুহিন নগরীরতে কিশোর গ্যাং সদস্য সাহেল গ্রেপ্তার ধনে পাতা শুধু স্বাদ বাড়ায় না, আছে যেসব পুষ্টিগুণ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় এনটিভি ২৩ তম বর্ষ পালিত কেশবপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয় দিঘলিয়ায় চন্দনীমহল বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু সুষ্ঠু-নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত-সেনাবাহিনী খুলনার সরকারি বিএল কলেজে ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন, পরীক্ষা বাতিল শিক্ষার্থীদের কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত বাগেরহাটে স্কুলের সামনে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি তেরখাদা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে যেন চব্বিশের গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে – এড. মনা কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্র জনতার ব্লকেড মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা দিঘলিয়ায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক উপকরণ বিতরণ বাংলাদেশকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিলো চীন অকৃতজ্ঞতার নির্মম গল্প ! স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে ‘পরকীয়ায় জড়ালেন’ স্বামী! প্রতারণার জাল ভেঙে দিল ডিবি: কবিরাজ সেজে গৃহবধূর টাকা-স্বর্ণ লুট, উদ্ধার গ্রেফতার এক বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস. এম ছায়েদুর রহমানের বদলি জনিত বিদায় অনুষ্ঠিত

স্বপ্নের ভৈরব সেতু স্বপ্নই হয়ে রইল

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ ২০২১ সালের ২৪ মে শুরু হলেও আজও শেষ হয়নি তা। বিভিন্ন জটিলতায় আটকে আছে খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ। দিঘলিয়া উপজেলাবাসীর কাছে স্বপ্নের ভৈরব সেতু স্বপ্নই হয়ে রইল।

নকশায় ত্রুটি, জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় নির্ধারিত মেয়াদে শেষ হয়নি খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ। এখানেই শেষ নয়, কাজ শুরুর ৪ বছরে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। ফলে এই সেতুটি কবে বাস্তবায়িত হবে আর মহানগরী খুলনার সঙ্গে দিঘলিয়া উপজেলা, নড়াইল ও গোপালগঞ্জ জেলাসহ দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যান্য জেলার সঙ্গে তথা রাজধানী ঢাকার সাথে সরাসরি সহজ যোগাযোগ সাধিত হবে, তা বলতে পারছে না কেউ।

এ অঞ্চলের মানুষের স্বপ্নের ভৈরব সেতু কি স্বপ্নই হয়ে থাকবে এ আশঙ্কায় অপেক্ষার প্রহর গুনছে এ এলাকার জনসাধারণ।

স্থানীয় লোকজন দল-মত ভুলে দ্রুত সেতুটি ব্যস্তবায়নের দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, সেতুটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অবহেলিত দিঘলিয়াসহ ভৈরবপারের অর্থনীতি চাঙ্গা হবে।

পাশাপাশি গড়ে উঠবে শিল্প ও বাণিজ্যিক জোন। সেতু প্রকল্পের তথ্য অনুযায়ী, মহানগরী খুলনার সঙ্গে দিঘলিয়া, কালিয়া, নড়াইল, গোপালগঞ্জসহ আশপাশের এলাকার সংযোগ স্থাপনে খুলনার ভৈরব নদীর ওপর একটি সেতু নির্মাণের যৌক্তিক দাবি ছিল দীর্ঘদিনের।

গণমুখি এ সেতুটির নির্মাণ কাজ সম্পন্নের দাবী পূরণে ২০১৯ সালের ১৭ডিসেম্বর ‘ভৈরব সেতু’ নামের প্রকল্পটি একনেকে অনুমোদন লাভ করে।

স্টিল স্ট্রাকচারের ১.৩১৬ কিলোমিটার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩০৩ কোটি টাকা, জমি অধিগ্রহণে ২৮১ কোটি টাকা ও বাকি বরাদ্দ সেতু সংশ্লিষ্ট অন্যান্য কাজে।

২০২০ সালের ২৭ জুলাই সেতু নির্মান কাজের দরপত্র আহবান করে সড়ক ও জনপথ অধিদপ্তর। বিভিন্ন প্রক্রিয়া শেষে কাজটি বাস্তবায়ন করছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড (করিম গ্রুপ) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জমি অধিগ্রহণের কাজ শেষ না করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদার প্রতিষ্ঠানটিকে ওয়ার্ক অর্ডার দেয়। ২০২১ সালের ২৪ মে দিঘলিয়া প্রান্তে সরকারি খাস জমির ওপর ২৪ ও ২৫ নম্বর টেস্ট পাইলিংয়ের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

ভৈরব সেতু বাস্তবায়ন সংস্থা মেসার্স ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী সূত্রে জানা গেছে, উক্ত সেতুটি ২৯ টি পিলারের উপর প্রতিষ্ঠিত হবে। ইতো মধ্যে দিঘলিয়া অংশের পিলারগুলোর কাজ শেষ পর্যায়ে পৌছেছে।

নতুনভাবে আবার কাজ শুরু হবে ২/৪ দিনের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়নে দুই দফায় সময় পরিবর্তন করেও কাজ শেষ করা যায়নি যুক্তিযুক্ত কারণে। বর্তমানে সেতুটি পরিবর্তিত ও পরিবর্ধিত নকশায় ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে। যা দ্রুতই অনুমোদন হয়ে আসবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট সকল মহল।

দৌলতপুর ও দিঘলিয়ার মাঝে ভৈরব নদের উপর নির্মাণাধীন ভৈরব সেতুর জন্য দিঘলিয়া অংশে জমি অধিগ্রহণ ও বিদ্যুৎ পোল স্থানান্তর সম্পন্ন হলেও খুলনা শহরাংশের রেলওয়ের জায়গা হস্তান্তর ও বিদ্যুতের খুঁটি স্থানান্তর প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

অপরদিকে এ ভৈরব সেতুর নির্মাণ কাজের ধীর গতি শুরু থেকে পরিলক্ষিত হয়ে আসছে। কাজে কেন ধীর গতি এ প্রশ্নের জবাব আজ অবধি মেলেনি। এদিকে দীর্ঘদিন ধরে এ সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

এ সেতুর নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবীতে দিঘলিয়া জনপদের মানুষ শুধু দাবীই জানায়নি মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকল সংস্থার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।